Updated: 24 Jul 2021, 03:41 PM IST
লেখক Rishav Roy
টোকিও অলিম্পিক্সের আসরে ভারতের হয়ে প্রথম মেডেল জিতলেন মণিপুরের মীরাবাঈ চানু। ৪৯ কেজির স্ন্যাচ, ক্লিন অ্যান্ড জার্কে রুপো জেতেন ২৬ বছর বয়সী ভারোত্তক। পাঁচ বছর আগে লন্ডনে যে ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে ডাহা ব্যর্থ হয়েছিলেন তিনি, সেই বিভাগেই নজির গড়ে মেডেল জয় তাঁর। প্রায় দু দশক আগে কারণাম মালেশ্বরীর পর প্রথম ভারতীয় মহিলা হিসাবে ভারোত্তলনে মেডেল জেতেন মীরাবাঈ। পিভি সিন্ধুর পর তিনিই দ্বিতীয় ভারতীয় মহিলা যিনি অলিম্পিক্সে রুপো জিততে সক্ষম হয়েছেন। দেখে নিন মীরাবাঈয়ের ইতিহাস রচনার কাহিনী।