বাংলা নিউজ >
দেখতেই হবে >
ফাঁকা ক্লাসরুমে শিক্ষিকার সঙ্গে জমিয়ে 'ঝুমকা বরেলিওয়ালা'-র সুরে নাচ ছাত্রীদের!
Updated: 19 Jun 2022, 09:45 PM IST
লেখক Sritama Mitra
চলছে স্কুলের গরমের ছুটি। তবে বহু জায়গাতেই সামার ক্... more
চলছে স্কুলের গরমের ছুটি। তবে বহু জায়গাতেই সামার ক্যাম্পের হইচই রয়েছে তুঙ্গে। এমনই একটি সামার ক্যাম্পের ছবি তুলে ধরলেন নেটিজেন মানু গুলাটি। মনু নিজে ও তাঁর ছাত্রীরা 'ঝুমকা বারেলি ওয়ালা'র সুরে করে দেখালেন কিছু নাচের স্টেপ। ক্যামেরা বন্দি সেই দৃশ্যই এখন ভাইরাল। হাসি মুখে ছাত্রীদের সঙ্গে মিলে মিশে এমন নজর কাড়া নাচের ভিডিয়ো হয়েছে ভাইরাল। টুইটারে মনু লিখছেন নাচের স্টেপ নিখুঁত হয়নি ঠিকই, তবে মিলেছে আনন্দ। ভিডিয়ো নজর কেড়েছে নেটিজেনদেরও। আপাতত এই ভিডিয়ো ভাইরাল।