বাংলা নিউজ >
দেখতেই হবে > Chinsurah Municipality Video: বেতনের দাবিতে চুঁচুড়ার চেয়ারম্যান ঘেরাও, কান্নায় ভেঙে পড়লেন পুরসভার অস্থায়ী কর্মী
Chinsurah Municipality Video: বেতনের দাবিতে চুঁচুড়ার চেয়ারম্যান ঘেরাও, কান্নায় ভেঙে পড়লেন পুরসভার অস্থায়ী কর্মী
Updated: 19 Nov 2024, 05:50 PM IST Laxmishree Banerjee একটা সময় মাসের ৮ থেকে ১০ তারিখের মধ্যে পেতেন বেতন। গত কয়েক মাস ধরে হুগলী-চুঁচুড়া﷽ পুরসভার অস্থায়ী কর্মীদের ঠিকঠাক বেতন দেওয়া হচ্ছে না। এমনই অভিযোগ করা হয়েছে। এখন বেতন কবে মিলবে তার কোনও নিশ্চয়তাও নেই. বলে দাবি করা হচ্ছে। এই পুরসভার আয়ের থেকে ব্যয় বেশি বলেই জানিয়েছিলেন পুরসভার অর্থ দফতরের আধিকারিক। কর্মীদের বেতন দিতে প্রতি মাসে যত টাকা প্রয়োজন, সেই টাকা থাকেই না পুরসভার হাতে, এমনই দাবি করা হচ্ছে। তাই প্রত্যেক মাসেই বেতন দিতে সমস্যা হয় বলে দাবি করা হচ্ছে।