Dussehra 2023: তির-ধনুক হাতে রাবণ বধে দেব
Updated: 25 Oct 2023, 11:26 PM IST Ranita Goswami 😼সল্টলেকের সেন্ট্রাল পার্কে দশেরা তৈরি হয়েছিল ৫০ ফুট লম্বা রাবণ, ৪০ ফুট লম্বা মেঘনাদ ও কুম্ভকর্ণ । সেই রাবণ, কুম্ভকর্ণ ও মেঘনাদের কুশপুতুলে প্রতীকি তির মারেন দেব, সুজিত বসুরা। এরপরই জ্বলে ওঠে সেই কুশপুতুলগুলি। নাহ, এদিন তাঁরা লক্ষ্যভ্রষ্ট হননি।