বৈদিꦬক জ্যোতিষশাস্ত্র অনুসারে যেমন পূর্ণিমার গুরুত্ব রয়েছে, তেমনই ধর্মীয়মতেও এই বুদ্ধ পূর্ণিমার আলাদা গুরুত্ব রয়েছে। আর বৈশাখ মাসের পূর্ণিমার দিনটি বুদ্ধ পূর্ণিমা হিসাবে পালিত হয়। ২০২৫ সালের বুদ্ধ পূর্ণিমার তিথি কবে থেকে শুরু? তা নিয়ে রয়েছে কৌতূহল। দেখা যা🍌ক, আসন্ন সময়ে কবে রয়েছে বুদ্ধ পূর্ণিমা। কোন সময় থেকে শুরু হচ্ছে বুদ্ধ পূর্ণিমার তিথি?
বুদ্ধ পূর্ণিমার তিথি:-
বৈশাখের পূর্ণিমাতে জন্ম হয়েছিল ভগবান বুদ্ধের। সেই থেকে এই তিথি বুদ্ধ পূর্ণিমা নামে পরিচিত। এদিকে, যেকোনও পূর্ণিমাই হিন্দুধর্ম মতে বেশ তাৎপর্যপূর্ণ। এই তিথিতে পবিত্র নদীতে স্নান ও দান করা খুবই শুভ। এই বছর বুদ্ধ পূর্ণিমা ১২ মে পালিত হবে। তবে তার তিথি আজ রবিবার থেকেই পড়ছে। বুদ্𝐆ধপূর্ণিমা ১২ মে, ২০২৫ সালে পড়ছে। তবে তার তিথি শুরু হচ্ছে ১১ মে ২০২৫, অর্থাৎ আজ শনিবার থেকে। ১১ মে সন্ধ্🐠যা ৬ টা ৫৫ মিনিটে এই তিথি শুরু হবে। আর তিথি শেষ হবে ১২ মে সন্ধ্যা ৭ টা ২২ মিনিটে। উদয়া তিথি অনুযায়ী, ১২ মে বুদ্ধজয়ন্তী বা বুদ্ধ পূর্ণিমা পালিত হবে।
( হাঁটু গাড়ল পাকিস্তা🥃ন? ভবিষ্যতে আলোচনার ‘হতে পারা’র কথা পাক মন্ত্রীর মুখ🅠ে, কোন ৩ বিষয়!)
( ভান্সের ফোন আসে মোদীর কাছে! 'সিজ ফ💝🦋ায়ার' না হলে কী ঘটতে পারত? Report যা বলছে)
বুদ্ধ পূর্ণিমায় দুর্লভ যোগ:-
চলতি বছরে বুদ্ধ পূর্ণিম♍ায় রয়েছে একাধিক শুভ যোগ। বুদ্ধ পূর্ণিমায় চলতি বছরে বেশ কিছু যোগ ঘিরে রয়েছে ধার্মিক মাহাত্ম্য। পূর্ণিমায় পড়বে বরিয়ান যোগ আর রবি যোগ। রবিযোগ শুরু হচ্ছে ভোর ৫.৩২ মিনিট থেকে, চলবে পরের দিন ভোর ৬টা ১২ মিনিট পর্যন্ত। বারিয়ান যোগ রাতভর থাকবে। বুদ্ধ পূর্ণিমায় ভদ্রাবাস যোগও থাকবে। সেটি থাকবে সকাল ৯ টা ১৪ পর্যন্ত।
পূর্ণিমার টোটকা:-
বু♒দ্ধ পূর্ণিমার তিথি গঙ্গাস্নান ও দানের জন্য খুব শুভ দিন। এই দিনে বিশেষ পুজোপাঠ দানের কাজ থেকে পাওয়া যায় প্রাপ্তি। তাতে জীবনে আসে♉ ইতিবাচক বদল। এমন দিনে অশ্বত্থ গাছের পুজো করার রীতি রয়েছে। তাতে মনের ইচ্ছা পূরণ হয় বলে মনে করা হয়। এই দিনে লক্ষ্মীর চরণে হলুদ লাগিয়ে ১১ কড়ি দেওয়ার রীতি রয়েছে।