হিন্দু ধর্ম🍎ে দেবী লক্ষ্মীর কৃপা যে সমস্ত রাশির ওপর পড়ে, সেই রাশিকে সবচেয়ে বেশি শুভ বলে মনে করা হয়। বৃহস্পতিবার 𝓰ও শুক্রবারে দেবী লক্ষ্মীর পুজো বহু বাড়িতে হয়। মনে করা হয়, যে বাড়িতে লক্ষ্মী পুজো হয়, সেখানে অর্থ সংকট প্রবেশ করতে পারে না। দেবী লক্ষ্মীর কৃপা বহু রাশিতে পড়তে শুরু করে উন্নতির রাস্তা স্পষ্ট করে জাতক জাতিকাদের। দেখা যাক, দেবী লক্ষ্মীর কৃপাধন্য রাশি কী কী।
বৃহস্পতিবার ও শুক্রবার দেবী লক্ষ্মীকে পদ্ম কিম্বা গোলাপী রঙের ফুল দিয়ে বিশেষভাবে পুজো করা হয় বহু গৃহস্থে। দেবীর আরাধনায় নানান আয়োজন করা হয়। তবে দেবী লক্ষ্মীও তাঁর কিছু প্রিয় রাশির উপর বেশি আস্থা রাখেন। দেখা যাক, দেবী ল💟ক্ষ্মীর আশীর্বাদধন্য রাশি কী কী?
বৃষ
বৃষ রাশির জাতক জাতিকার উপর মা লক্ষ্মীর ব্যাপক কৃপা থাকে।এই রাশির জাতক জাতিকাদের সাধারণত ধন ও সম্পত্তি নিয়ে সেভাবে ভাবতে হয় না। পরিশ্রম করলেই তা সহজে আসতে থাকে। বাধা বিঘ্নর সময় দেবী পরীক্ষা নেন ধৈর্যের। তারপরই দেখা যায় দেবী কৃপায় এই রাশির জাতক জাতিকারা সুখের মুখ দেখছেন। ✃মা লক্ষ্মীর কৃপায় আর্থিক কষ্ট সেভাবে এঁদের হয় না।
( Khaleda 𝔉Zia and Yunus: হাসিনা-হীন বাংলাদেশে ৬ বছর পর প্রকাশ্য অনুষ্ঠানে খালেদা জিয়া! ‘বিশেষভাবে স্বাগত’, বার্তা ইউনুসের)