Independence Day 2023: জাতীয় পতাকার চার রং নিয়ে কী বলে জ্যোতিষশাস্ত্র? জানলে অবাক হবেন
1 মিনিটে পড়ুন Updated: 15 Aug 2023, 12:38 PM ISTজাতীয় পতাকায় রয়েছে চারটি রং। এই চারটির রঙেরই কিছু না কিছু অর্থ রয়েছে। জেনে নেওয়া যাক এই ব্যাপারে কী বলছে জ্যোতিষ।
(আরও পড়ুন:𒆙 সুভাষ থাকলি এসব হত না’, ইছামতীর জলে অন্য স্বাধীনতার স্বপ্ন দেখেন জেলে সন্তোষ)
গেরুয়া
জাতীয় পতাকার প্রথম রং গেরুয়া ত্যাগ, সাহস ও জ্ঞানের প্রতীক। জ্যোতিষশাস্ত্র মতে, এই রঙের অধ👍িপতি মঙ্গল গ্রহ। মঙ্গল গ্রহের ভিতরকার উপাদান হল আগুন। যা আদতে শক্তি ও সাহসের প্রতীক। গেরুয়া ও﷽ হলুদ রং অনেকটাই কাছাকাছি। এই হলুদ রঙের অধিপতি হল বৃহস্পতি গ্রহ। জ্যোতিষ মতে, এই গ্রহ জ্ঞান, বুদ্ধি ও দয়ার প্রতীক। গেরুয়া রং আমাদের মনে ধর্মীয় ভাব, ত্যাগ ও জ্ঞান জাগিয়ে তোলে।
সাদা
ভারতের জাতীয় পতাকার দ্বিতীয় রং হল সাদা। সাদা রংটি আসলে শান্তির প্রতীক। এই রং সত্য, বিশুদ🌠্ধতা, সহনশীলতা ও মত প্রকাশের স্বাধীনতাকে ব𒐪্যক্ত করে। সাদা রঙের অধিপতি গ্রহ হল চাঁদ। একই সঙ্গে চাঁদ হল মায়েরও প্রতীক। সকল ভারতবাসীর কাছে ভারত হল দেশমাতৃকা। এছাড়া চাঁদ মানুষের বুদ্ধি ও আবেগের প্রতীক। চাঁদ ও সাদা রং একসঙ্গে আমাদের ঐতিহ্য ও সংস্কৃতিকে বোঝাতে ব্যবহার করা হয়।
(আরও পড়ুন: বাড়ি ফিরতেও চাই পক༺েটের স্বাধীনতা, এবারেও তা হল না ম্যানহোল স🌳াফাই কর্মী কালীদার)
সবুজ
জাতীয় পতাকার তৃতীয় রং হল সবুজ। সবুজ রং হল আস্থা, উর্বরতা ও তারুণ্যের প্রতীক। দেশের সম্পদ ও উন্নয়ন বোঝাতে এই রং ব্যবহার করা হয়। অন্য দিকে, জ্যো🌳তিষ অনুসারে সবুজ রঙের অধিপতি গ্রহ হল বুধ গ্রহ। এই রং আমাদের দেশের কৃষি সম্পদ ও যুব সমাজের প্রতিনিধি। তাদের কথা বোঝাতেই সবুজ ব্যবহার করা হয়।
নীল অশোক চক্র
জাতীয় পতাকার ঠিক মধ্যিখানে সাদার উপর রয়েছে নীল অশোক চক্র। এই নীল রং আমাদের জয়ের ইতিহাসকে তুলে ধ💎রে। সাদা রঙের উপর নীল রঙের অশোক চক্র ভারতের জয় ও শান্তির ঐতিহ্যকে প্রকাশ করে।