জ্যোতিষশাস্ত্র অনুযায়ী গাছের বিশেষ উপকারিতা রয়েছে৷ গা🏅ছ লাগানো অত্যাধিক শুভ বলে মন🍃ে করা হয়৷ জ্যোতিষ শাস্ত্রে প্রত্যেকটি গ্রহের জন্য নির্দিষ্ট গাছ রয়েছে৷ তেমনই একটি গাছ হল শমী গাছ।
শনির দোষ দূর করে শমী গাছ৷ এই গ🔥াছের বিশেষ মাহাত্ম্য আছে মহাভারতে৷ আমরা জেনে নেব শমী গাছের উপকারিতা ৷
শনি দোষ দূর করে: শমী গাছ শনি গ্রহের প্রতিনিধিত্ব করে৷ বাড়ির পশ্চিম দিকে এই গাছ লাগানো শ𝕴ুভ৷ এই গাছের ডাল♉ দিয়ে যজ্ঞ করা হয় যা শনি দোষ দূর করতে সক্ষম৷ শনির সাড়েসাতি ও চাইয়া থেকেও মুক্তি দিতে এই গাছ৷
ভগবান শিবের বিশেষ প্রিয় এই গাছের পাতা: শমী গাছের পাতা ভগবান শিবের বিশেষ প্রিয়৷ শমী গাছের পাতা ভোলেনাথকে অর্পণ করলে তিনি খুব♔ই খুশি হন এবং আশীর্বাদ প্রদান করেন৷
গণেশজি প্রসন্ন হন, কাজে বাধা দূর হয়: গণপতি বা💖প্পা কে আমরা বিঘ্নহর্তা বলে জানি৷ যেকোনোও কাজ শুরুর আগে আমরা গণেশ ঠাকুরের নাম করে তবে কাজ শুরু করি। এই গণেশ ঠাকুরেরও কিন্তু ভীষন প্রিয় এই গাছের পাতা৷ দুর্বা ঘাসের মত শমী গাছের পাতাও শ্রী গণেশের চরণে নিবেদনকরে যেকোনও ধরনের মনস্কামনা পূর্তি সম্ভব৷
মহাভারতের কাহি🔯নী: পুরাকালে মহাভারতে পান্ডবদের যখন হস্তিনাপুর থেকে বনবাসে পাঠানো হয়েছিল, তখন পান্ডবরা বনে যাওয়ার আগে তাদের অস্ত্রশস্ত্র এই শমী গাছের আডꦜ়ালে লুকিয়ে গেছিল৷ তাই হিন্দুধর্মে এই গাছের বিশেষ মাহাত্ত্ব আছে।
উপরোক্ত তথ্য♈ে এটা𓆉 কখনই দাবী করা হচ্ছে না যে এটা পূর্ণত সত্য এবং সঠিক৷ এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত৷