ব্রিজের রক্ষণাবেক্ষণের জন্য আগামী শনিবার এবং রবিবার হাওড়া ডিভিশনে ২৯টি লোকাল ট্রেন বাতিল থাকবে। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, হাওড়া ডিভিশনের দিয়ারা ও নসিবপুরের মধ্যে ১৬ নম্বর ব্রিজ এবং নসিবপুর ও সিঙ্গুর স্টেশনের মধ্যে ২১ নম্বর ব্রিজ রক্ষণাবেক্ষণের কাজ চলবে। সেজন্য শনিবার (১৫ ফেব্রুয়ারি) এবং রবিবার (১৬ ফেব্র𝓡ুয়ারি) একাধিক লোকাল ট্রেন বাতিল থাকবে। কবে কোন লোকাল ট্রেন বাতিল থাকবে, সেটা দেখে নিন।
শনিবার কোন কোন ট্রেন বাতিল থাকবে?
১) ৩৭৩৪৯ হাওড়া-তারকেশ♒্বর লোকাল: রাত ১০ টা ৫ মিনিটে হাওড়া থেকে ছাড়ে।
২) ৩৭৩৫১ হাওড়া-তারকেশ্বর লোকাল: রাত ১১ টা ৫ মিনিটে হাওড়া থেকে ছা🌳ড়ে।
৩) ৩৭৩৫৪ তারജকেশ্⭕বর-হাওড়া লোকাল: রাত ১১ টায় তারকেশ্বর থেকে ছাড়ে।
রবিবার কোন কোন হাওড়া-তারকেশ্বর লোকাল বাতিল থাকবে?
১) ৩৭৩০৯ হাওড়া-তারকেশ্বর লোকাল: ভোর ৪ টে ৫ মিনিটে হাওড়া থেকে 🐭ছাড়ে।
২) ৩৭৩৫৩ হাওড়া-তারকেশ্বর লোকাল: ভোর ৫ টা🔴 ৩৫ মিনিটে♒ হাওড়া থেকে ছাড়ে।
৩)♒ ৩৭৩১১ হাওড়া-তারক♌েশ্বর লোকাল: ভোর ৫ টা ৫৫ মিনিটে হাওড়া থেকে ছাড়ে।
৪) ৩৭৩১৩ হাওড়া-তারকেশ্বর লোকাল: সকাল ৬ টা ৩২ মিনিটে হাওড়া থেকে ছাডꦛ়ে।
৫) ৩৭৩১৫ হাওড়া-তারকেশ্বর লোকাল: সকাল ৮ টা ꦅ২৫ মিনিটে হাওড়া থেকে ছাড়ে।
৬) ৩৭৩১৭ হাওড়া-তারকেশ্বর লোকাল: সকাল ৯ টা ৫ মিনিটে🥃 হাওড়া থেকে ছাড়ে।
রবিবার কোন কোন হাওড়া-গোঘাট লোকাল বাতিল থাকবে?
১)⛎ ৩৭♔৩৭১ হাওড়া-গোঘাট লোকাল: ভোর ৪ টে ২২ মিনিটে হাওড়া থেকে ছাড়ে।
২) ৩৭৩৭৩ হাওড🐎়া-গোঘাট লোকাল: সকাল ৭ টꦑা ২৫ মিনিটে হাওড়া থেকে ছাড়ে।
রবিবার কোন কোন শেওড়াফুলি-তারকেশ্বর লোকাল বাতিল থাকবে?
১) ৩৭৪১১ শেওড়াফুলি-তারকে🅷শ্বর লোকাল: ভোর ৫ টা ১৫ ম♐িনিটে শেওড়াফুলি থেকে ছাড়ে।
২) ৩৭৪১৫ শেওড়াফুলি-তারᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚকেশ্বর লোকাল: সকাল ৮ টা ৩৩ মিনিটে শেওড়াফুলি থেকে ছাড়ে।
রবিবার কোন হাওড়া-আরামবাগ লোকাল বাতিল থাকবে?
১) ৩৭৩৫৯ হাওড়া-আরামবাগ লোকাল: সকাল ৭ টায় হা𝓀ওড়া থেকে 🗹ছাড়ে।
রবিবার কোন হাওড়া-হরিপাল লোকাল বাতিল থাকবে?
১) ৩ಌ৭৩০৭ হাওড়া-হরিপাল লোকাল: ভোর ৫ টা ৩৫ মিনিটে হাওড়া থেকে ছাড়🐟ে।
রবিবার কোন কোন তারকেশ্বর-হাওড়া লোকাল বাতিল থাকবে?
১) ৩৭৩১২ তারকেশ্বর-হাওড়া লোকাল: রাত ৩ টে ৫০ ম🍎িনিটে🌠 তারকেশ্বর থেকে ছাড়ে।
২) ৩৭৩১৪ তারকেশ্বর-হাওড়া লোকাল: ভোর ৪ টা ৫০ মিনিটে তারকেশ্বর থে♐কে ছাড়ে।
৩) ৩৭৩১৬ তারকেশ্বর-হাওড়া লোকাল: ভোর ৫ টা ജ৩৫ মিনিটে তারকেশ্বর থেক꧃ে ছাড়ে।
৪) ৩৭৩১৮ তারকেশ্বর-হাওড়া লোক𒅌াল: সকাল ৬ টা ২০ মিনিটে তার𓆏কেশ্বর থেকে ছাড়ে।
৫) ৩৭৩২০ তারকেশ্বর-হাওড়া লꦦোকাল: সকাল ৭ টা ৫ মিনিটে তারকেশ্বর থেকে ছাড়ে।
৬) ৩৭৩৫৬ তারকেশ্ব💖র-হাওড়া লোকাল: সকাল ৭ টা ৪০ মিনিটে তারকেশ্বর থে🎀কে ছাড়ে।
৭) ৩৭৩২২ তারকেশ্বর-হা꧟ওড়া লোকাল: সকাল🥂 ৭ টা ৫৫ মিনিটে তারকেশ্বর থেকে ছাড়ে।
৮) ৩৭৩২৮ তারকেশ্বর-হাওড়া লোকাল: সকাল ১১ টা ১৫ মিনিটে তারকেশ༒্বর থেকে ছাড়ে।
রবিবার কোন কোন তারকেশ্বর-শেওড়াফুলি লোকাল বাতিল থাকবে?
১) ৩৭৪১২ তারকেশ্বর-শেওড়াফুলি লোকাল: ভোর ৪ টে ১৫ মিনিটে তারকেশ꧙্বর থেকে ছাড়ে।
২) ৩৭৪১৬ তারকেশ্বর-শেওড়াফুলি লোকাল: সকাল ৭ টা ২৫ মিনিটে তারকেশ্বℱর থেকে ছা🐓ড়ে।
রবিবার আর কোন কোন ট্রেন বাতিল থাকবে?
১) ৩৭৩৭২ গোঘাট-হাওড়া লোকাল: সকাল ৭ টা ৩০ মিনিটဣে গোঘ💯াট থেকে ছাড়ে।
২) ৩৭৩৯০ গোঘাট-তারকেশ্বর লোকাল: সকাল ১০ টা ২০ মিনিটে গোঘাট থেকে ছাড💜়ে।
৩) ৩৭৩৬০ আরামবাগ-হাওড়া লোকাল: সকাল ৮ টা ৩৫ মিন♐িটে আরামবাগ থেকে ছা🐈ড়ে।
৪) ৩৭৩০৮ হরিপাল-হাওড়া লোকা❀ল: সকাল ৮ টা ২৮ মিনিটে⭕ হরিপাল থেকে ছাড়ে।