মালগাড়ির ওয়াগন থেকে সিমেন্টের কাঁচামাল স্ল্যাগ খালি সময় ঘটল বিপত্তি। ওয়াগন উলটে আহত হলেন ৬ জন শ্রমিক। যার মধ্যে তিন জনের অবস্থা গুরুতর। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের জামুরিয়া থানার কেন্দা ফাড়িয়া এলাকার তফসি রেলওয়ে সাইডিংয়ে। আচমকা মালগাড়ির বগি উলটে যায় বলে জানা গিয়েছে। এরমধ্যে দুজনের মাথা ফেটে গিয়েছে। সকলেই স্ল্যাগের নিচে চাপা পড়ে যান। পরে তাঁদের উদ্ধার করে রানীগঞ্জের রয়েল কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হꦡয়েছে। সেখানেই গুরুতর আহতদের চিকিৎসা চলছে।
আরও পড়ুন: ভোরবেলা তো, চালকের চোখ লেগে যেতে পারে, বাঁকুড়ার টﷺ্রেন দুর্ঘটনায় দাবি রেলের
স্থানীয় সূত্রে 🔯জানা গিয়েছে, শুক্রবার দুপুরে বগি থেকে মালপত্র নামাচ্ছিলেন শ্রমিকরা। দেড়টা নাগাদ হঠাৎই মালগাড়ির ৪৩ নম্বর বগি উলটে তার নিচে চাপা পড়ে যান ওই﷽ শ্রমিকরা। মালগাড়ির এই বগিতে করে ওড়িশা থেকে রানিগঞ্জ ও জামুরিয়া শিল্প তালুকের সিমেন্ট তৈরির কারখানার জন্য সিমেন্টের কাঁচামাল স্ল্যাগ নিয়ে আসা হয়েছিল। সেই মাল খালি করার জন্য ওই বগিতে উঠেছিলেন শ্রমিকরা। তখনই বগি উলটে যাওয়ায় ৬ শ্রমিক তাতে চাপা পড়ে যায়।
বিষয়টি লক্ষ্য করে আশে পাশে থাকা অন্যান্য শ্রমিকরা সেখানে ছুটে আসেন। তাঁরা𓂃ই তড়িঘড়ি ওই স্ল্যাগের মধ্যে থেকে চাপা পড়ে যাওয়া শ্রমিকদের উদ্ধার করেন। তাঁদের মধ্যে ৩ জনের আঘাত গুরুতর হওয়ায় রানিগঞ্জের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। আহত শ্রমিকেরা জানান, হঠাৎ করেই তাদের কাজ করার সময় ওই বগিটি উলটে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটে। কী কারণে ওই বগিটি উলটে গেল সে সম্পর্কে কিছুই বুঝে উঠতে পারছেন না বলে জানান শ্রমিকরা। গুরুতর আহতরা ভর্তি রয়েছেন হাসপাতালে।