ভারী বৃষ্টিতে বেহাল উত্তরবঙ্গ। কোথাও কোথাও বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ফুলে ফেঁপে উঠেছে নদী। পরিস্থ෴িতি মোকাবিলায় বিভিন্ন বিভাগকে নিয়ে একটি উচ্চ পর্যায়ের দল পাঠাচ্ছে রাজ্য সরকার। রবিবার টুইট করে এই খবর জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পঞ্চায়েত ভোটের আগে তিনি যখন উত্তরবঙ্গে যান সেই সময় ব🐷িপর্যয় মোকাবিলা নিয়ে একটি বৈঠক করেন। ভোটের পর থেকে লাগাতার বৃষ্টিতে বেহাল অবস্থা উত্তরবঙ্গের বিভিন্ন এলাকার। মুখ্যমন্ত্রী সেই পরিস্থিতির কথা উল্লেখ করে একটি উচ্চপর্যায়ের দল পাঠানোর কথা জানিয়েছেন🃏।
(পড়তে পারেন। Kolkata Rain Foreca🌌st & Weather Today: সকাল থেকেই মুখ ভার আক♏াশের, রবিবাসরীয় কলকাতায় দফায় দফয় বৃষ্টির পূর্বাভাস)
টুইট বার্তায় মুখ্যমন্ত্রী লিখ💮েছেন, 'আমার সেচমন্ত্রীর নেতৃত্বে, দুর্যোগ মোকাবিলা, সেচ ও কৃষি দফতরের আধিকারিক-সহ একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি সোমবার উত্তরবঙ্গে যাবে সেখানকার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে। উত্তরবঙ্গে জেলাগুলিতে ভারী বৃষ্টিতে নদী ফুলে উঠেছে, রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে, সম্পত্তির ক্ষতি হয়েছে, মানুষ মারা গিয়েছে। ডিএম এবং এসপিরা এনডিআরএফ এবং এসডিআরএফের সহায়তায় যুদ্ধকালীন তৎপতায় ত্রাণ ও উদ্ধার কাজ চালাচ্ছে। আমি ব্যক্তিগত ভাবে পরিস্থিতির উপর নজর রাখছি এবং মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছি পরিস্🔜থিতির উপর সর্ব ক্ষণ নজর রাখার জন্য।'