সাইবার ক্রাইম রাজ্যে বেড়ে গিয়েছে। তাই সদাসতর্ক থাকღতে প্রচার করা হয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। কিন্তু এবার অভিনব কায়দায় সাইবার জা♛লিয়াতি হল। যা দেখে চক্ষু চড়কগাছ সাইবার ক্রাইম ব্রাঞ্চের। কারণ খোদ আসানসোল পুরনিগমের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা করে দিল সাইবার জালিয়াতরা। এবার অভিনব কায়দায় আসানসোল পুরনিগমের অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গেল ৪০ লক্ষ টাকা। ভুয়ো লেটার প্যাড ব্যবহার করে ফোন নম্বর বদলের আবেদন করা হয়। তারপরই সেই ফোন নম্বর ব্যবহার করে সাফ করে দেওয়া হয় টাকা।
এই ঘটনার পর আসানসোলের মেয়র বিষয়টি নিয়ে অভিযোগ দায়ের করার নির্দেশ দেন পুরনিগমের অর্থ বিভাগকে। ইতিমধ্যেই সেই লিখিত অভিযোগ তাঁরা আসানসোল সাইবার সেলে জমা করেছেন। আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায় বেশ চাপে পড়ে গিয়েছেন। তিনি জানান, আসানসোলের এক রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কে পুরনিগমের অ্যাকাউন্ট আছে। ২৮ অক্টোবর ওই অ্যাকাউন্ট থেকে ৪০ লক্ষ টাকা গায়েব হয়ে যায়। যদিও এই নিয়ে ধরপাকড় করার পরে ব্যাঙ্ক কর্তৃপক্ষ ১২ লক্ষ টাকা উদ্ধার করেছেন বলে জানিয়েছেন। এই ঘটনা নিয়ে বিধান উপাধ্যায় বলেন, ‘পুরনিগমের গᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚায়েব হওয়া টাকা মধ্যপ্রদে🎃শের জব্বলপুরে গিয়েছে।’
আরও পড়ুন: বারাসাতের তেল কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঝলসে একজনের মৃত্যু, অগ্নিদগ্ধ বহু
কিন্তু 𒈔গোটা বিষয়টি ঘটল আর আসানসোল পুরনিগম কিছুই জানতে পারল না! ভুয়ো লেটার প্যাড তৈরি করে তাতে ভুয়ো ফোন নম্বর বসিয়ে ব্যাঙ্কে দিয়ে আসা হল। তার পর সেই নম্বর ব্যবহার করে টাকা হাতিয়ে নেওয়া হল। পুরনিগম টেরও পেল না। এটাতেই আশ্চর্য হচ্ছেন অনেকে। এই ঘটনায় আসানসোল পুরনিগমের পক্ষ থেকে সাইবার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এখন এই ভুয়ো লেটার প্যাড, মোবাইল নম্বর এবং টাকা হাতানোর সূত্র ধরেই পুরনিগম♔ের টাকা উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে। ব্যাঙ্ক কর্তৃপক্ষ পুরনিগমকে বিষয়টি জানানোর সঙ্গে সঙ্গেই অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হয়।
ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের পিন নম্বর জেনে নিয়ে আর্থিক জালিয়াতি দেখেছেন এই বাংলার মানুষজন। তারপর ওটিপি পাঠিয়ে টাকা হাতানোর ঘটনাও ঘটেছে। কিন্তু ভুয়ো লেটার প্যাড ছাপিয়ে তাতে ভুয়ো মোবাইল নম্বর দিয়ে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে জমা করে টাকা হাতানোর ঘটনা বোধহয় প্রথম। এই গোটা ঘটনা সম্পর্কে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি সদর অরবিন্দ কুমার আনন্দ বলেন, ‘গতকাল রাতে মৌখিকভাবে আমাদের অভিযোগ জানানো হয়🎐েছিল। আজ, বুধবার লিখিত অভিযোগ দায়ের হতেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’