ব্যস্ত দুপুরে হাওড়া ব্রিজে দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস ধাক্কা মারল ব্রিজের পিলারে। ধাক্কায় বাসের সামনের দিকটা দুমড়💎ে মুচড়ে গিয়েছে। এই ঘটনায় অন্তত ১০জন বাসযাত্রী আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই দুর্ঘটনার ফলে বেশ খানিকক্ষণ হাওড়⭕া ব্রিজে যান চলাচল ব্যাহত হয়।
জানা গিয়েছে, মেটিয়াবুরুজ থেকে হাওড়া আসার সময় ১২/এ রুটের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের একওটি পিলারে ধাক্কা মারে। প্রত্যক্ষদর্শী ও বাসের যাত্রীরা জানিয়েছেন, হঠাৎ ব্রেক ফেল করে বাসটি। সেটি চালকের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সোজা গিয়ে ধাক্কা মারে ব্রিজের পিলারে। ধাক্কা লেগে বাসটি দাঁড়িয়ꦜে যায়।
আরও পড়ুন। ভবানীপ🤪ুরের ব্যবসায়ী🦄কে ঠান্ডা মাথাতেই খুন, ৫০ লক্ষ টাকা নিয়েছিল ধৃত অনির্বাণ
এই দুর্ঘটনার পর হাওড়ার ব্রিজে যানজট তৈরি হয়। প্রথমে পথচারীরাই উদ্ধার কাজে হাত লাগান। আহতদের বাস থেকে বাস থেকে বার করে। পরে ঘটনꦦাস্থলে পৌঁছয় পুলিশ।
বাসের একা যাত্রী জানিয়েছেন, সেটি দ্রুত গতিতে যাচ্ছিল। চালক কন্ডাকটরকে 🅺বলা সত্বে কোনও কেউ কথা শোনেননি। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে♋ বাসটি পিলারে ধাক্কা মারে।
আরও পড়ুন। মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনায় রাজ্যজুড়ে শুরু পꦫুজো, দেব থেকে কর্মী꧙রা মন্দিরে
পুলিশ আ🧸হতদের উদ্ধার করে হাওড়া হাসপাতালে নিয়ে যায়। আহতদের মধ্যের করে আঘꦓাত গুরুতর। দিনের ব্যস্ত সময়ে এই দুর্ঘটনার ফলে ব্রিজে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ব্রেক ডাউন ভ্যান আনে বাসটিকে সরিয়ে নেয় এলাকা থেকে। তার পর হাওড়া ব্রিজে যান চলাচল স্বাভাবিক হয়।
আরও পড়ুন। মাঝ আক𓆏াশেই ⛦সিটে বমি, মলত্যাগ করলেন যাত্রী, কলকাতায় জরুরি অবতরণ বিমানের