আবাস যোজনা নিয়ে এবার নয়া নির্দেশ দিল রাজ্য সরকার। আগামী ২৩ ডিসেম্বর তারিখের মধ্♛যেই আবাস যোজনার টাকা বরাদ্দ শুরু করতে নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশ প্রত্যেক জেলায় দিয়েছে পঞ্চায়েত দফতর। তবে তার আগেই তিনটি স্তরে হবে আবাসের তালিকার অনুমোদন দেওয়ার প্রক্রিয়া। নির্ধারিত সময়ের আরও তিনদিন বেশি সময় দিল রাজ্য সরকার। চূড়ান্ত তালিকা তৈরি করে টাকা পাঠানো হবে। তার জন্য জেলা প্রশাসনকে দেওয়া হয়েছে বাড়তি তিনদিন সময়। ২০ তারিখের বদলে ২৩ ডিসেম্বর তারিখের মধ্যে টাকা ছাড়ার জন্য তৈরি থাকতে൲ প্রত্যেক জেলাকে নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে নবান্ন সূত্রে খবর, গ্রাম সভা থেকে শুরু করে ব্লক লেভেল কমিটি এবং ডিস্ট্রিক্ট লেভেল কমিটি—এই তিনটি স্তরে শুর🍨ু হবে তিনটি পর্যায়ে আবাস তালিকা অনুমোদন দেওয়ার কাজ। তার পরেই অর্থ বরাদ্দ প্রক্রিয়া শুরু হবে। এই আবাস প্রকল্পের সমীক্ষার কাজ ১৪ নভেম্বর তারিখে শেষ করার কথা ছিল। সেখানে এই কাজ শেষ হয়েছে গত সোমবার ১৮ নভেম্বর। তার জেরে সম্পূর্ণ প্রক্রিয়াই বেশ কিছুটা পিছিয়ে গিয়েছে। ত🅘াই জেলা প্রশাসনকে টাকা দেওয়ার ক্ষেত্রে আরও তিনদিন বাড়তি সময় দেওয়া হয়েছে। যদিও তার আগেই তিনটি স্তরে শুরু হবে আবাসের তালিকার অনুমোদন দেওয়ার প্রক্রিয়া।
আরও পড়ুন: ট্রাকের সঙ্গে সরাসরি সংঘর্ষ লোকাল ট্রেনের, আসানসোলগামী লোকালে দুর্ঘটনা, স্তব্ধ ট্রেন চলাচল
অন্যদিকে আবাস যোজনার তালিকা প্রত্যেকটি ব্লক থেকে শুরু করে মহকুমাশাসক, জেলাশাসকদের অফিস এবং জেলার ওয়েবসাইটগুলিতে দিতে হবে। ২৯ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত এই তালিকা সর্বত্র দিতে হবে। ওই সময়সীমার মধ্যে তালিকা থেকে আসা যে কোনও অভিযোগ খতিয়ে দেখে তার মীমাংসা করতে হবে। প্রত্যেক জেলায় আবাস তালিকা নিয়ে নানা নির্দেশ দিয়েছে পঞ্চায়েত দফতর। লোকসভা নির্বাচনের প্রচারে এসে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেছিলেন, আপনারা নিজেদের অধিকারকে সামনে রেখে ভোট দিন। আগামী ৩১ ডিসেম্বরের মধ্ꦦযে আবাস যোজনার প্রথম কিস্তির𓆏 টাকা দেবে রাজ্য সরকার।