২১ মার্চ বগটুই দিবস পালন করবে বিজেপি। গত বছর ওই দিনই খুন হন তৃণমূল উপপ্রধান ভাদু শেখ। পাল্টা হামলায় একের পর এক বাড়ি আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুনে পুড়ে মৃত্যু হয় একই পরিবারের দশজনের। এই ঘটনার স্ম🧜রণে বীরভূমে⛎র রামপুর হাটে বগটুই দিবস পালন করবে বিজেপি। তৈরি করা হবে শহিদ বেদিও। বিজেপি সূত্রে খবর যে বেদিতে ওই দিন মালা দেবেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী-সহ একাধিক বঙ্গ বিজেপি নেতা।
পঞ্চায়েত নির্বাচনের আগে বিজেপির এই কর্মসূচিকে ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে? রাজনৈতিক মহলের ব্যাখ্যা, অনুব্রতহীন বীরভূম সংগঠনকে শক্তিশালী করতে সক্রিয় হয়েছে বিজেপি। এবার সংখ্যালঘু মন পেতে বিজেপির এই উদ্যোগ। প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বর মাসে এক জনসভায় বগটুই দিবস পালনের কথা বলেন শুভেন্দু আধিকারী। ওই দিনকে শহিদ দিবস হিসাবে পালন করার কথাও বলেছিলেন তিনি। (অ্যাডিনোভাইরাস নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর বিবৃতি দাবি করে বিধানসভ♚ায় বিজেপির 🌱বিক্ষোভ)
যদিও রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার জানিয়ে দিয়েছেন, এর পিছনে কোনও রাজনৈতিক উদ্দেশ্য নেই। তিনি বলেন, 'বগটুইয়ে যা🦋ঁরা মারা গিয়েছিলেন তাঁদের খুন করা হয়েছিল। এক বছꦇরের হতে চলল, তাঁরা বিচার পাননি। আমরা তাঁদের স্মৃতিতে শহিদ বেদি করছি। এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।'
বিজেপির রাজ্য সভাপতি নেই বললেও মানতে রাজি নয় শাসকদল। স্থানীয় এক তৃণমূল নেতার কথায়, 'বিজেপি দাবি করে ভোট পরবর্তী অশান্তিতে তাদের বহু কর্মীর মৃত্যু হয়েছে।ও ত🔜াঁদের কতজনের স্মৃতিত বেদি বানিয়েছে তাঁরা? আসলে পঞ্চায়তে ভোট আসছে। তাই সংখ্যালঘুদের মন পেতে বগটুইতে শহিদ বেদি করছে তাঁরা।'