জলই জীবন। আর সেই পানীয় জলের সরবরাহ নেই তিনদিন ধরে গ্রামে। বর্ষা এলেও গরম একেবারে কমেনি। তাই জলের তেষ্টায় প্রাণ ওষ্ঠাগত অবস্থা হয়েছে। বাড়িতে পানীয় জল মিলছে না বলে অভিযোগ। শিশু ও মহিলারা বাড়িতে পানীয় জল না পেয়ে কষ্ট পা🍒চ্ছেন বলে অভিযোগ। তাই আজ, বুধবার পানীয় জলের দাবিতে পঞ্চায়েত অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। অন্ডালের এই রামপ্রসাদপুর এলাকায় পানীয় জলের পাইপলাইন রয়েছে জনস্বাস্থ্ꦦয কারিগরি দফতরের। পানীয় জলের অভাবে চরম সমস্যার মুখে পড়েছেন এলাকাবাসীরা।
এদিকে পানীয় জলের পাইপলাইন রয়েছে। তাহলে সেখানে কেন জল আসছে না? এই প্রশ্ন উঠতে শুরু করেছে। এই বিষয়ে খোঁজখবর করতে শুরু করেন স্থানীয় বালিন্দারা। তখন জানা যায়, পানীয় জল সরবরাহ করার ক্ষেত্র🐈ে যান্ত্রিক কিছু ত্রুটি দেখা দিয়েছে। তাই পানীয় জল সরবরাহ করা যাচ্ছে না। অথচ এই ঘটনার কথা গ্রামবাসীরা জানতেনই না বলে অভিযোগ। পঞ্চায়েত এবং প্রশাসন থেকে গ্রামবাসীদের আসল সমস্যার কথা জানানো হয়নি বলে অভিযোগ। আজ যখন বিষয়টি সহ্যের বাইরে চলে গিয়েছে এবং বিক্ষোভ দেখাতে শুরু করেছেন বাসিন্দারা তখন বিষয়টি সামনে আসে।
আরও পড়ুন: তারকেশ্বর লাইনে ৮ জোড়া ট্রেন বাড়ল, মোবাইল ইউটিএস চালু♐ হওয়ায় খুশি আমজনতা
অন্যদিকে পানীয় জলের দাবিতে আজ পঞ্চায়েত কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা। আর তা থেকে সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। পানীয় জলের কষ্ট কেন দেওয়া হচ্ছে? এই প্রশ্ন তুলে বিক্♍ষোভ দেখাতে শুরু করেন এলাকার মানুষ। তাতে বেশ চাপে পড়ে যায় পঞ্চায়েত অফিসের কর্তারা। তড়িঘড়ি বিষয়টি খতিয়ে দেখতে টিম পাঠানো হয় এলাকায়। এই বিষয়টি নিয়ে বিক্ষোভকারী মহিলা সোমা শীল বলেন, ‘তিন দিন ধরে পাইপলাইনে পানীয় জল পরিষেবা বন্ধ রয়েছে। তার জেরে চরম সমস্যার মুখে পড়তে হয়েছে আমাদের। জলের তেষ্টায় প্রাণ যায় অবস্থা হয়। তাই মিলিত বিক্ষোভ শুরু হয়।’