রাত পোহালেই বাংলার ৬টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হবে। এতদিন প্রচার থেকে মনোনয়ন সব ক্ষেত্রের কাজ হয়েছে। তবে এই উপনির্বাচনগুলি এবার স্থানীয় বিষয় ও সংগঠনের জোরের উপর হতে চলেছে। উপনির্বাচন হবে মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে। যেখানে অতীতে জনপ্রিয় কংগ্রেস নেতা জ্ঞানসিং সোহন পালকে হারিয়ে জিতেছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। বিধায়ক হওয়ার পর এখান থেকে সাংসদ হয়েছিলেন দিলীপ ঘোষ। এখন সেটা অতীত। এখন এই কেন্দ্র থেকে সাংসদ হয়েছেন জুন মালিয়া। যিনি এখানের বিধায়ক ছিলেন। এখানের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজয় হাজরা। যিনি পাঁচবারের ভোট ম্যানেজার। প্রয়াত বিধায়ক মৃগেন্দ্রনাথ মা𒀰ইতির ছায়াসঙ্গীও ছিলেন। তাই হাতের তালুর মতো চেনেন মেদিনীপু👍র বিধানসভার শহর, গ্রাম, পথঘাট এবং অলিগলি। দল তাঁকে যতগুলি নির্বাচনের দায়িত্ব দিয়েছিলেন সব কটিতেই বিরোধীদের গোল দিয়েছেন। এবার সুজয় হাজরাই লড়াইয়ের ময়দানে।
এবারের উপনির্বাচনে বাজিমাত করবে কে? এই প্রশ্ন উঠতে শুꦦরু করেছে। এখানে বড় শরিক সিপিএম প্রার্থী দেয়নি। আসনটি মেজ শরিক সিপিআই–কে ছেড়ে দিয়েছে। তাই তাঁদের প্রার্থী মণিকুন্তল খামরাই। কংগ্রেস এখানে শ্যামল কুমার ঘোষকে𝔍 প্রার্থী করেছে। আর বিজেপি শুভজিৎ রায়কে প্রার্থী করেছে। মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে রয়েছে ২৫টি ওয়ার্ড। মেদিনীপুর সদর ব্লকের ৪টি গ্রাম পঞ্চায়েত এবং শালবনি ব্লকের ৫টা গ্রাম পঞ্চায়েত। মোট ভোটার ২ লক্ষ ৯১ হাজার। মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে ২০০৬ সাল পর্যন্ত সিপিআই প্রার্থী জিতেছেন। শেষবার এখানে জিতেছিলেন সিপিআই প্রার্থী পূর্ণেন্দু সেনগুপ্ত। তারপর ২০১১ এবং ২০১৬ সালে তৃণমূল কংগ্রেস প্রার্থী মৃগেন মাইতি জয়ী হয়েছিলেন। তিনি প্রয়াত হওয়ার পর এই কেন্দ্রের বিধায়ক হন জুন মালিয়া। এবার জেলা সভাপতি তথা ক্রীড়া সংগঠক সুজয় হাজরা।
আরও পড়ুন: উপনির্বাচনের প্রাক্কালে কাজল শেখের নিরাপত্তা বাড়ল, ‘ওয়াই প্লাস’ ক্যাটিগরি সুরক্ষা জুটছে