এবার প্রতারণার নয়া কৌশল সামনে এল। লটারিতে ভুয়ো পুরস্কারের তালিকা বের করে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন এক প্রতারক। ঘটনাটি ঘটেছে হু🌄গলির ব্যান্ডেলে। লটারি দোকানদার প্রতারকের চালাকি ধরে ফেলায় সে যাত্রায় বেঁচে যান। গোটা বিষয়টি জানতে পেরেছে পুলিশ। ফের এইরকম সন্দেহজনꦑক কিছু হলে পুলিশকে জানাতে বলা হয়েছে।
জানা গিয়েছে, ব্যান্ডেল স্টেশཧন রোডে কৈলাসনগর মোড়ের কাছে একটি লটারির দোকানে আচমকাই এক ব্যক্তি এসে দাবি করেন, তিনি আড়াইশো টাকার ২৫টি পুরস্কার পেয়েছেন। সেই অনুযায়ী টাকার অঙ্কে ওই ব্যক্তির ৬২৫০ টাকা পাওয়ার কথা। ব্যক্তি জানান, তিনি কিছু টাকার লটারি কিনবেন। বাকিটা নিয়ে যাবেন। কিন্তু দোকানদা𒀰রের এত টাকা ছিল না। সেইজন্য তিনি লটারি ডিসট্রিবিউটরের কাছে যান। ডিসট্রিবিউটরের কাছে গিয়ে ফের পুরস্কারের তালিকা মিলিয়ে দেখেন দোকানদার। তখনই তাঁর কাছে আসল জালিয়াতি ধরা পড়ে যায়।
দোকানদার দেখেন, সেই পুরস্কারের তালিকায় ওই নম্বরের কোনও পুরস্কার নেই। দোকানদার তখন বুঝতে পারেন, কোন একটা সময়ে তাঁর দোকানে ভিড়ের সুযোগ নিয়ে প্রতারক আসল রেজাল্টের তালিকা সরিয়ে দিয়ে নকল রেজাল্টের তালিকা সেঁটে দিয়েছেন। এরপর সুযোগ বুঝে তাঁর কাছে টাকা চাইতে এসেছ﷽েন। এই বিষয়টি বুঝতে পারার সঙ্গে সঙ্গে দোকানদার ফের দ্রুত দোকানে ফিরে আসেন। কিন্তু ততক্ষণে সেই প্রতারক ব্যক্তিটি পালিয়ে গিয়েছে। চুঁচুড়া থানায় পুরো বিষয়টি জানানো হয়েছে। পুলিশ এলাকার দোকানদারদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে।