সাগরদিঘি উপনির্বাচনে দ্বিতীয় স্থানে তৃণমূল। অর্থাৎ আসনটি জিততে পারেনি ঘাসফুল শিবির। তার উপর বহরমপুর–মুর্শিদ🐬াবাদ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান আবু তাহের খান অসুস্থ। তাই তার জায়গায় দায়িত্ব সামলাবেন কান্দির বিধায়ক অপূর্ব সরকার। অসুস্থ হয়ে কলকাতার মল্লিকবাজারের বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন মুর্শিদাবাদের তৃণমূল কংগ্রেস সাংসদ আবু তাহের খান। বহুদিন অসুস্থ থাকায় জেলা সংগঠনের কাজ উপযুক্ত ধারায় বইছে না। তাই আবুকে সরিয়ে তাঁর জায়গায় সাংগঠনিক কাজ দেখার জন্য অপূর্ব সরকারকে দায়িত্ব দিলেন তৃণমূল সুপ্রিমো।
বিষয়টি ঠিক কী ঘটেছে? গতকাল বৃহস্পতিবার মালদা এবং মুর্শিদাবাদ জেলার প্রশাসনিক বৈঠকে জনপ্রতিনিধিদের দাবি শুনছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কান্দির বিধায়ক অপূর্ব সরকার নিজের দাবির কথা বলতে ওঠেন। তখনই সাংসদ আবু তাহের প্রসঙ্গ উঠে আসে। আর সঙ্গে সঙ্গে আবু তাহেরের অনুপস্থিতিতে তাঁর দায়িত্ব অপূর্বকে সামাল দিতে বলেন তৃণমূল সুপ্রিমো। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘তুমি আবু তাহেরের লোকদের সঙ্গে যো🌳গাযোগ করে কাজ করবে। কারণ,🐈 সবাইকে নিয়ে চলতে হবে।’ এখানে গোষ্ঠীদ্বন্দ্ব আছে বলে জানতে পেরেছেন দলনেত্রী। তার উপর আবু তাহের খান অসুস্থ। এই দুটি বিষয় একসঙ্গে ঘটায় অপূর্বকে দায়িত্ব দিলেন তৃণমূলনেত্রী।
আর কী জানা যাচ্ছে? সাম𝔍নে পঞ্চায়েত নির্বাচন। তার প্রাক্কালে এই পরিবর্ꦕতন নতুন রাজনৈতিক সমীকরণ জেলায় শুরু হতে চলেছে বলে মনে করা হচ্ছে। এই সাংগঠনিক জেলার সভাপতির দায়িত্বে রয়েছেন প্রাক্তন বিধায়ক শাওনি সিংহরায়। জেলায় তাঁর সঙ্গে সাংসদ আবু তাহেরের 𒈔বিবাদ সকলেই জানে। তাই অপূর্ব সরকারকে দায়িত্ব দিয়ে জেলার গোষ্ঠীদ্বন্দ্ব কিছুটা রাশ টানার চেষ্টা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী অসুস্থ জাকির হোসেনের ব্যাপারেও খোঁজখবর নেন।