পথদুর্ঘটনায় কোচবিহার জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি নরেন দত্তের (নরেন্দ্রচন্দ্র দত্ত) আকস্মিক প্রয়াণে শোকের ছায়া নেমেছে ঘাসফুল শিবিরে। সম্প্রতি জেলা▨ তৃণমূল কংগ্রেসের মুখপাত্র হিসেবে নিযুক্ত হয়েছিলেন ৩১ বছর বয়সী এই যুব নেতা। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন তৃণমূল সুপ্রিমো ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
যুব নেতার প্রয়াণে শোকার্ত মুখ্যমন্ত্রী এদিন বাঁকুড়ার জনসভা থেকে বলেন, ‘খুব দুঃখের সঙ্গে꧒ জানাচ্ছি, কোচবিহার জেলার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি পথ দুর্ঘটনায় মারা গিয়েছেন। খুব অল্প বয়স ছিল। দল অন্ত প্রাণ ছিল তাঁর। খুব ভাল ছেলে। আমি খুব কষ্ট পেয়েছি।’ নরেনের ছবি টুইট করে শোক প্রকাশ করেছেন সাংসদ ডেরেক ও’ব্রায়েনও। তিনি লেখেছেন, ‘২০২০ সাল, তুমি এই পৃথিবীর সঙ্গে কী করছ?’
জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে মাথাভাঙায় একটি অনুষ্ঠান থেকে বেরিয়ে নিশিগঞ্জের দিকে গাড়িতে ফিরছিলেন নরেন। প্রত্যক্ষদর্শীরা জান𒈔িয়েছেন, ঘোষপাড়া পেট্রোল পাম্পের কাছে একটি ট্রাককে রাস্তা ছাড়তে গিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে তাঁর গাড়ির সঙ্ঘর্ষ হয়। গাড়ির গতি বেশি থাকায় রাস্তায় পালটি খায় গাড়িটি। ঘটনাস্থলে পৌঁছে গাড়ি থেকে নরেন–সহ তাঁর আরও দুই সঙ্গীকে উদ্ধার করে পুলিশ। মাথাভাঙা হাসপাতালে নিয়ে আসা হলে নরেনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। গুরুতর আহত অবস্থায় চিকিৎ🌸সাধীন অন্য দু’জন।
দেহ ময়নাতদন্তের পর পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। এদিনের সমস্ত রাজনৈতিক কর্মসূচি বাতিল করেছে কোচবিহার জেলা তৃণমূল যুব কংগ্র🌠েস। এদিন মাথাভাঙা মহকুমা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে নরেন দত্তের পার্থিব শরীরে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। প্রয়াত যুব নেতার দেহ নিয়ে মাথাভাঙা শহরে শোক মিছিল করেন কর্মী–সমর্থকরা। নরেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায় বলেন, ‘নরেনের অকালপ্রয়াণে জেলা তৃণমূলের অপূরণীয় ক্ষতি হল।’