আরজি কর কাণ্ডের পরে প্রথমবার নির্বাচনী পরীক্ষায় দাপুটে ফল করেছে তৃণমূল কংগ্রেস। যে ছ'টি বিধানসভা কেন্দ্রে উপ-নির্বাচন হয়েছিল, তার প্রতিটিতেই জিতেছে রাজ্যের শাসক দল। মুখ থুবড়ে পড়েছে বিজেপি এবং সিপিআইএম। বিজেপি তাও দ্বিতীয় স্থানে থেকেছে। সিপিআইএমের পরিণতি অত্যন্ত শোচনীয় হয়েছে। আর তা নিয়ে দুটি দলকেই চরম কটাক্ষ তৃণমূল কংগ্রেসের তথ্যপ্রযুক্তি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য🔯 বলল🧸েন, ‘সিপিএম আর বিজেপি মিলে ১৫০ গ্রাম ভোট পেয়েছে।’
সংশ্লিষ্ট মহলের মতে, দেবাংশু যে বিশেষভাবে '১৫০ গ্রাম'-র কথা বলেছেন, তা আদতে আরজি কর মেডি꧙ক্যাল কলেজ এবং হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার পরে সোশ্যাল মিডিয়ায় গুজবের রেশ ধরে বলেছেন। গত ৯ অগস্ট তরুণী চিকিৎসকের দেহ উদ্ধারের পরে সোশ্যাল মিডিয়ায় একটি অংশের তরফে দাবি করা হচ্ছিল যে ১৫০ গ্রাম বীর্য পাওয়া গিয়েছিল।
‘১৫০ গ্রাম’ বীর্যের তত্ত্ব নিয়ে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের
এমনকী বিষয়টি সুপ্রিম কোর্টেও তোলা হয়েছিল। যা নিয়ে শীর্ষ আদালত তীব্র ভর্ৎসনা করেছিল। সুপ্রিম কোর্ট বলেছিল, ‘আদালতে সওয়াল করার জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার করবেন না। এখন ময়নাতদন্তের রিপোর্ট আমাদের সামনে আছে।' সেই পরিস্থিতিতে তৃণমূলের তরফে দাবি করা হয়েছিল যে ‘১৫০ গ্রাম’ বীর্য পাওয়ার তত্ত্ব ছড়িয়েছিলেন বাম ও বিজেপির๊ সমর্থকরা। তাঁরা রাজনৈতিক ফায়দা তোলার জন্য আরজি কর কাণ্ড নিয়ে ভুয়ো খবর ছড়াচ্ছেন। তরুণী চিকিৎসকের পরিবার যে বিচার পাক, সেটা বিজেপি বা বামেদের লক্ষ্𝄹য নয় বলে আক্রমণ করে আসছিল তৃণমূল।
কোন কেন্দ্রে কত ভোট পেয়েছে BJP ও বামেরা?
আর সেই আবহেই পশ্চিমবঙ্গের ছ'টি বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনেই জিতেছে তৃণমূ🎶ল - সিতাই, মাদারিহাট, তালড্যাংরা, মেদিনীপুর, নৈহাটি এবং হাড়োয়া। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী ওই ছ'টি কেন্দ্রে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছেন, সেটার তালিকা দেখে নিন -
১) সিতাই: ১,৩০,৬৩৬ ভোটে জিতেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সংগীতাไ রায়। প্রাপ্ত ভোট ১,৬৫,৯৮৪। দ্বিতীয় স্থানে আছেন বিজেপি প্রার্থী দীপককুমার রায়। প্রাপ্ত ভোট ৩৫,৩৪৮। চতুর্থ হয়েছে ফরওয়ার্ড ব্লক প্রার্থী অরুণকুমার বর্মা। প্রাপ্ত ভোট ৩,৩১৯।
২) মাদারিহাট: ২৮,১৬৮ ভোটে⛄ জিতেছেন তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টোপ্পো। প্রাপ্ত ভোট ৭৯,১৮৬। প্রাপ্ত দ্বিতীয় হয়༺েছেন বিজেপি প্রার্থী রাহুল লোহার। প্রাপ্ত ভোট ৫১,১০৮। চতুর্থ স্থানে আছেন পদম ওরাওঁ। প্রাপ্ত ভোট ৩,৪১২।
৩) মেদিনীপুর: ৩৩,৯৯৬ ভোটে জিতেছেন তৃণমূল প্রার্থী সুজয় হাজরা। প্রাপ্ত ভোট ১,১৫,১০৪।ꦓ ♕দ্বিতীয় স্থানে আছেন শুভজিৎ রায়। প্রাপ্ত ভোট ৮১,১০৮। তৃতীয় স্থানে আছেন সিপিআই প্রার্থী মণিকুন্তল খামরাই। প্রাপ্ত ভোট ১১,৮৯২।
৪) নৈহাটি: ৪৯,২২৭ ভোটে জিতেছেন তৃণমূল প্রার্থী সনৎ দে। প্রাপ্ত ভোট ৭৮,৭২২। দ্বিতীয় স্থানে আছেন বিজেপি প্রার্থী রূপক মিত্র। প্রাপ্ত ২৯,৪৯৫। তৃ♓তীয় স্থানে আছেন সিপিআইএমএল প্রার্থী দেবজ্যোতি মজুমদার। প্রাপ্ত ভোট ৭,৫৯৩।
আরও পড়ুন: ছ'টাতেই হারব, আ💛গেই জানতাম, উপ নির্বাচনের ভরাডুবির প𒈔রে মুখ খুলেই বললেন দিলীপ ঘোষ
৫) হাড়োয়া:🧜 ১,৩১,৩৮৮ ভোটে জিতেছেন তৃণমূল প্রার্থী শেখ রকিবুল ইসলাম। প্রাপ্ত ভোট ১,৫৭,০৭২। দ্বিতীয় স্থানে আছেন আইএসএফ প্রার্থী🥀 পিয়ারুল ইসলাম। প্রাপ্ত ভোট ২৫,৬৮৪। তৃতীয় স্থানে আছেন বিজেপি প্রার্থী বিমল দাস। প্রাপ্ত ভোট ১৩,৫৭০।
৬) তালড্যাংরা: ৩৪,০৮২ ভোটে জিতেছেন তৃণমূল প্রার্থী ফাল্গুনি সিনহꦕা বাবু। প্রাপ্ত ভোটে ৯৮,৯২৬। দ্বিতীয় স্থানে আছেন বিজেপি প্রার্থী অনন্যা রায় চক্রবর্তী। প্রাপ্ত ভোট ৬৪,৮৪৪। সিপিআইএম প্রার্থী ১৯,৪৩০ ভোট পেয়েছেন। তৃতীয় স্থানে আছেন।