কুয়ো থেকে এক তৃণমূল কর্মীর দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার পুঞ্চা পঞ্চায়েত সমিতির কেন্দඣা এলাকায়। মৃতের নাম পার্থসারথী মাহাতো (৫২)। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার এলাকার একটি কুয়োতে ওই ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। তাঁরাই তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা পার্থসারথীকে মৃত বলে ঘোষণা করেন। কীভাবে তিনি কুয়োর মধ্যে পড়ে গেলেন তা൲ই নিয়ে উঠছে প্রশ্ন। তাঁর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।
স্থা🎀নীয় সূত্রে জানা গিয়েছে, পার্থসারথী মাহাতো পুরুলিয়ার পঞ্চা পঞ্চাযꦺ়েত সমিতির সহকারী সভাপতি ছিলেন। তিনি কেন্দা এলাকার বাসিন্দা। প্রতিদিন সকালে ত꧃িনি প্রাতঃভ্রমণ করতেন। আজ সকালেও তিনি হাঁটতে বেরিয়েছিলেন। ⛄কিন্তু, আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা তাঁর খোঁজ করতে শুরু করেন। শেষে স্থানীয় এক বাসিন্দা পার্থসারথীর বাড়ি থেকে কিছুটা দূরে একটি কুয়োতে তাঁকে ভাসতে দেখেন। পরিবারের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় তড়িঘড়ি পার্থ বাবুকে উদ্ধার করে চাকোলতোড় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। এদিকে, ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছয় পুলিশ। ময়নাতদন্তের জন্য তাঁর দেহ হাতুয়াড়ায় পুরুলিয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়। পরিবারের সদস্যরা জানিয়েছেন, প্রতিদিন সকালে হাঁটার পর ওই কুয়োর জলে স্নান করতেন পার্থ বাবু । তাঁর হৃদরোগের সমস্যা ছিল। সকালে স্নান করার সময় কোনওভাবে তিনি কুয়োর মধ্যে পড়ে যান বলে মনে করছেন অনেকেই। তিনি নিজে পড়ে গিয়েছিলেন নাকি তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।
প্রসঙ্গত, গত সপ্তাহে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল মধ্যপ্রদেশে ইন্দোরে। রামনꦜবমী উপলক্ষে মন্দিরে পুজো দিতে গিয়ে মন্দিরের কুয়োর মধ্যে পড়ে মৃত্যু হয় ১৩ জনের। রামনবমীর দিন প্যাটেলনগরের বালেশ্বর মন্দিরে যান বহু পুণ্যার্থী। মন্দির প্রাঙ্গণে ছিল একটি পরিত্যক্ত কুয়ো। যদিও কুয়োর মুখ কংক্রিটের স্ল্যাব দিয়ে আটকানো ছিল। তবে মন্দিরে ভিড় হওয়ায় সেই চাপে স্ল্যাব ভেঙে ভেতরে পড়ে যান পুণ্যার্থীরা। জানা গিয়েছে, ৩০ জনেরও বেশি পুণ্যার্থী ভেতরে পড়ে যান। প্রথমে মন্দিরে উপস্থিত পুণ্যার্থীরাই উদ্ধারকাজে হাত লাগান। খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছয়।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক //ht🍸ipad.onelink.me/277p/p7me4aup