গরুপাচার🎐 মামলায় এবার ইডি রাজ্যের একাধিক পুলিশ অফিসারদের ডেকে পাঠাল। প্রাক্তন আইপিএস অফিসার হুমায়ূন কবীর–সহ বীরভূমের ডিআইজি পদমর্যাদার দুই অফিসারকে নয়াদিল্লিতে ইডি’র দফতরে তলব করা হচ্ছে বলে সূত্রের খবর। এমনকী ৩ থেকে ৭ ডিসেম্বরের মধ্যে হাজিরার সম্ভাবনা আছে বলেও জানা গিয়েছে। এই খবর প্রকাশ্যে আসতেই জোর চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এখন এনামুল হক, সায়গল হোসেন নয়াদিল্লির তিহাড় জেলে আছেন। গরুপাচার মামলায় তাঁরꦉা গ্রেফতার হয়েছেন। এবার পুলিশ কর্তাদের ডেকে পাঠানোয় চাপ বাড়ছে বলে মনে করা হচ্ছে।
আর কাকে তলব করা হয়েছে? আজ, সোমবার নয়াদিল্লিতে তলব করা হয়েছে অনুব্রত ঘনিষ্ঠ এক ব্যবসায়ীকে। এমনকী আজই ইডির সদর দফতরে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। এই ব্যবসায়ী সঞ্জীব মজুমদারকে আগে রতনকুঠিতে সিবিআইয়ের অস💃্থায়ী শিবিরে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। ইডি সূত্রে খবর, বীরভূমের একটি চালকলের মালিক সঞ্জীব মজুমদার। আর এই ব্যবসায়ীর সঙ্গে অনুব্রত যোগ স্পষ্ট মিলেছে। তাই আর্থিক লেনদেনের বিষয়ে ইডি অফিসাররা তাঁর সঙ্গে কথা বলতে চান। বেশ কিছু টাকা তাঁর অ্যাকাউন্টে ট্রান্সফার করেছিলেন এই সঞ্জীব।
আর কী জানা যাচ্ছে? গরু পাচার মামলা প্র♌থমে তাঁকে গ্রেফতার করে সিবিআই। তারপর অনুব্রত মণ্ডলকে জেরাও করা হয়। কিন্তু সম্প্রতি আসানসোল জেলে গিয়ে তাঁকে গ্রেফতার করꩲে ইডি। আর ইডিও ‘শোন অ্যারেস্ট’ করেছে তাঁকে। ইডি চায় অ🌊নুব্রতকে নয়াদিল্লি নিয়ে ��গিয়ে জেরা করতে। তাই নয়াদিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে মামলা করেছে ইডি।