গত ১৪ অগাস্ট মহিলাদের রাত দখলের কর্মসূচিতে মুখ্যমন্ত্রীর ছবি পোড়ানোর অভিযোগে FIR দায়ের হল ঝাড়গ্রামে। ঝাড়গ্রা🍒ম থানায় অজ্ঞাতপরিচয়দের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেছেন জেলার এক তৃণমূল নেতা। সেই অভিযোগের ভিত্তিতে প্রকাশ্যে অগ্নিসংযোগের ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন - শ্মশানে আমার মেয়ের বডির আগে ৩টে বജডি ছিল…, বিস্ফোরক দাবি করলেন নির্যাতিতার বাবা
পড়তে থাকুন - মুখ্যমন্ত্রী কি জনগণকে ভয় পাচ্ছেন? নিষেধাজ্ঞার শহর꧟ে প্রশ্ন তুললেন কন্যাহারা পিতা
গত ১৪ অগাস্ট মেয়েদের রাত দখলের কর্♏মসূচিতে ঝাড়গ্রামের পাঁচ মাথার মোড়ে জড়ো হন কয়েক শ’ মানুষ। রাত ১১টা বাজতেই আরজি কর মেডিক্যালে নির্যাতিতার সুবিচারের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। অভিযোগ, তখন সেখানে আগে থেকে টাঙিয়ে রাখা তৃণমূলের পতাকা ও মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিঁড়ে ফেলেন বিক্ষোভকারীরা। এর পর সেগুলো একজায়গায় জড়ো করে আগুন ধরিয়ে দেন তাঁরা। দলের পতাকার সঙ্গে জ্বলে যায় মমতার ছবিও। সেই ভিডিয়ো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন - ‘আরজি কর কাণ্ডে ▨সিবিআই ঠিক মতো তদন্ত করলে মমতা ব্যানার্জি অ্য♔ারেস্ট হবেন’