একটি নয়, একসঙ্গে দেখা গিয়েছে তিনটি কুমির। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার শান্তিপুরে🍎 পুরসভা এলাকায় ভাগীরথী নদীতে। মঙ্গলবার সকালে সেখানে তিনটি কুমির ভাসতে দেখেন মৎস্যজীবীরা। যার মধ্যে একটি কুমির ৬ থেকে ৭ ফুট লম্বা। কুমিরটি দেখার পরেই ব্যাপক আতঙ্কে রয়েছেন মৎস্যজীবী থেকে শুরু করে স্থানীয়রা। নদীতে মাছ ধরতে যেতে ভয় পাচ্ছেন মৎস্যজীবীরা। ইতিমধ্যেই স্থানীয়দের নদীতে নামতে নিষেধ করা হয়েছে। এদিন নদিয়ার শান্তিপুর পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের স্টিমারঘাট সংলগ্ন ভাগীরথী নদীতে কুমির দেখা যায়।
আরও পড়ুন: কাকদ🌜্বীপের গ্রামে ঢুকে পড়েছিল ৫ ফুট লম্বা কুমির, অবশেষে জালবন্দি করল বন দফতর
মৎস্যজীবীদের দাবি, আজ সকালে তাঁরা জাল নিয়ে নদীতে মাছ ধরতে যান। নদীর ঘাট থেকে বেশ কিছুটা দূরে মৎস্যজীবীরা মাছ ধরার জন্য জাল পাতেন। এরপরেই হঠাৎই মৎস্যজীবীরা কুমির দেখতে পান। যার মধ্যে একটি কুমিরকে তাঁরা ভাসতে দেখেন। তারও কিছুক্ষণ পরে আরও বেশ কয়েকটি কুমির দেখতে পান। 🐷আরেকটি কুমির জালে আটকে যায়। তবে কোনওভাবে সেটি জাল ছিঁড়ে বেরিয়ে যায় বলে জানান মৎস্যজীবীরা। এরপরেই আতঙ্কে নৌকা ফিরিয়ে নদীর পাড়ে চলে আসেন মৎস্যজীবীরা। খবর ছড়াতেই আতঙ্ক তৈরি হয় ওই নদী তীরবর্তী এলাকার মানুষের মধ্যে। যদিও কয়েক মাস আগেই ভাগীরথী নদীতে কুমিরের আতঙ্ক ছড়িয়েছিল।
মৎস্যজীবীদের দাবি, বেশ কয়েকটি কুমিরের 𓄧মধ্যে একটি কুমিরের আকার অনেকটাই বড়। তবে মৎস্যজীবীরা নিজেদের চোখেই কুমির দেখেছেন বলে দাবি করেছেন। ফলে ভাগীরথী নদীতে কুমিরের আতঙ্কে স্নান করতে যেতে ভয় পাচ্ছেন মানুষ। এছাড়াও নৌকা নিয়ে মাছ ধরতে যাচ্ছেন না মৎস্যজীবীরা।