দুর্গাপুজোর আর বেশি দেরি নেই। জন্মাষ্টমীতেই দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়েছে বেলুড় মঠে। প্রতিমা শিল্পীদের নাওয়া খাওয়ারও সময় নেই বললেই চলে। তবে পুজো যতই এগিয়ে আসছে ততোই ফুলের চাহিদা নিয়ে চিন্তা বাড়ছে পুজো কমিটিগু🍨লির। এবছর নিম্নচাপে ফুল চাষে যেভাবে ক্ষতি হয়েছে তাতে আদৌও পুজোর সময় ফুলের পর্যাপ💎্ত যোগান মিলবে তো? তা এখন চিন্তার মধ্যে রয়েছে পুজো কমিটিগুলি।
পূর্ব মেদিনীপুর জেলার পাঁ🌺শকুড়া ব্লকের পাশাপাশি কোলাঘাট, তমলুক, শহিদ, মাতঙ্গিনী ব্লকেরꦓ একাংশে রজনীগন্ধা থেকে শুরু করে দোপাটি, গোলাপ, পদ্ম প্রভৃতি ফুল চাষ হয়। তবে নিম্নচাপে জেরে এই ফুল চাষে ব্যাপক ক্ষতি হয়েছে। যা নিয়ে চিন্তায় মাথায় হাত ফুল চাষীদের। দীর্ঘ দু'বছর করোনার কারণে সেভাবে লাভের মুꩲখ দেখতে পারেননি ফুল চাষীরা। এ বছরের প্রথম দিকেও ফুলের খুব একটা ভালো বাজার ছিল না। তবে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর থেকে ফুলেরবাজার আবার উঠতে শুরু করেছিল। ট্রেন চালু হওয়ায় বাইরেও ফুল পাঠাতে পারছিলেন চাষীরা। সব মিলিয়ে ১৫ অগস্টের মধ্যে ফুলের বাজার বেশ চাঙ্গা হয়ে উঠেছিল।