সব তীর্থ বার বার আর গঙ্গাসাগর একবার। 🍃এটꦜা শুধু কথার কথা এমনটা নয়। অনেকে বলেন বহুকাল ধরেই গঙ্গাসাগর যাওয়ার হ্যাপা অনেকে। সবথেকে বড় কথা মুড়িগঙ্গা নদী পার হওয়া। সাধারণ সময়ে একবার ভেসেল চলে গেলে সেই দীর্ঘ অপেক্ষা ছাড়া আর কোনও পথ থাকে না।
এদিকে এবারই গঙ্গাসাগর মেলার উদ্বোধনে গি🔯য়ে মুড়িগঙ্গার উপর সেতু💝 তৈরির আশ্বাস দিয়েছিলেন রাজ্যের মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। তবে সেটা শুধু যে শুকনো প্রতিশ্রুতি ছিল না তার একটা বড় প্রমাণ এবার রাজ্য বাজেটে।
এবার গঙ্গাসাগরে সেতু তৈরির জন্য বিরাট বরাদ্দ রাজ্য ✅বাজেটে। রাজ্যের অর𝓡্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন রাজ্যের তরফে এই সেতু তৈরির জন্য় ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
কোথায় হবে এই গঙ্গাসাগর সেতু?
৩.৩ কিমি দীর্ঘ মুড়িগঙ্গা নদী। সেখানে বিদ্যুৎ দফতღরের যে টাওয়ার রয়েছে তার দক্ষিণ দিক থেকে হবে এই সেতু তৈরির কাজ। প্রায় ৫ কিমি দীর্🔯ঘ হবে এই সেতু। চার লেনের রাস্তা হবে। ৪০০ মিটার দীর্ঘ অ্য়াপ্রোচ রোড হবে।কাকদ্বীপের দিকে লট নম্বর আট থেকে গঙ্গাসাগরের কচুবেড়িয়া পর্যন্ত বিস্তৃত হবে এই সেতু। মুড়িগঙ্গা নদীর উপর হবে এই সেতু। এই সেতু তৈরির জন্য জমি অধিগ্রহণের কাজ অনেকটাই হয়েছে। কღচুবেড়িয়ার দিকে কিছু চাষের জমি রয়েছে। আর লট নম্বর আটের দিকে রয়েছে কিছু বসতি জমি। তবে গঙ্গাসাগরে সেতু তৈরি নিয়ে সাধারণ মানুষের আবেগ এ🐲তটাই যে অনেকেই স্বেচ্ছায় জমি দিতে চেয়েছেন।