১৫ দিনের মধ্যে দ্বিতীয়বার, দক্ষিণপূর্ব রেলের হাওড়া শাখায় বেলাইন হল লোকাল ট্রেন। খড়গপুরের পর এবার বেলাইন হল আমতা লোকাল। বৃহস্পতিবার দুপুরে মাজু স্টেশনের কাছে ট্রেনটির তিনটি কামরা লাইনচ্যুত হয়েছে ব꧟লে জানা গিয়েছে। ঘটনায় ৩ জন যাত্রী আহত হয়েছেন। ট্রেনের গতি কম থাকায় বড় দুর্ঘটনা ঘট𒁏েনি বলে জানিয়েছেন যাত্রীরা। ঘটনাস্থলে শুরু হয়েছে উদ্ধারকাজ।
বৃহস্পতিবারꦡ মাজু স্টেশনে ঢোকার আগে জগৎবল্লভপুরের যাদববাটির কাছে বেলাইন হয় আমতাগামী লোকাল ট্রেনের কামরা। ঘটনায় ৩ জন যাত্রীর আঘাত লেগেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রেলের বাহিনী। বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন রেলের উদ্ধারকারীরা।
দক্ষিণপূর্ব রেলের তরফে জানানো হয়েছে, কামরাগুলি রেল লাইনের ওপরেই রয়েছে🅰। দ্রুত সেগুলিকে সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। ঘটনার তদন্তে বিশেষ কমিটি গঠন করেছে রেল।
গত ১১ ফেব্রুয়ারি খড়গপুর স্টেশনের কাছে একইরকমভাবে লাইনচ্যুত হয়েছিল একটি লোকাল ট্রেন। এই নিয়ে ১৫ দিনে দক্ষিণ পূর্ব রেলের হাওড়া শাখায় দ্বিতীয়বার লোকাল ট্রেন বেলাইন হল। যদিও বরাতজোরে ২ বারই বড় কোনও বিপদ হয়নি। তবে এর পিছনে কারণ কী তা এখনো জানায়নি রেল। রক্ষণাবেক্ষণের অভাব না চালকের অসতর্কতা, জানতে চলছ♌ে তদন্ত। ওদিকে বারবার ট্রেন বেলাইন হওয়ায় প্রশ্নের মুখে যাত্রী নিরাপত্তা।