বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > HS 2023 Rules on mobile phone: উচ্চমাধ্যমিকে মোবাইল রুখতে নজরদারি পুলিশের! কোন কোন কারণে বাতিল হবে পরীক্ষা?
উচ্চমাধ্যমিকের পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন রুখতে কড়া নির্দেশিকা জারি করা হল। সোমবার উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো𝓡 হয়েছে, কেউ পরীক্ষাকেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশ করছে 🃏কিনা, তা নিয়ে পুলিশের নজরদারিও থাকবে। পরীক্ষাকক্ষের মধ্যে মোবাইল ধরা পড়লে পরীক্ষা বাতিল করে দেওয়া হবে বলেও জানিয়েছে সংসদ।
উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে কী কী নির্দেশিকা দিয়েছে সংসদ?
- যে স্কুলে পরীক্ষার্থীদের আসন পড়েছে, তাঁরা সেই স্কুলের চত্বরে মোবাইল নিয়ে ঢুকতে পারবেন না। মোবাইল কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। প্রতিটি ভেন্যুর মূল গেটে পুলিশ থাকবে। পরীক্ষার্থীদের কাছে মোবাইল আছে কিনা, তা পুলিশের নজরদারিতে খতিয়ে দেখা হবে। পুরো বিষয়টির তত্ত্বাবধান করবেন ভেন্যু সুপারভাইজার। শুধুমাত্র ভেন্যু সুপারভাইজার, সেন্টার-ইন-চার্জ এবং সেন্টার সেক্রেটারিরা মোবাইল ফোন নিয়ে ভেন্যুতে ঢুকতে পারবেন। শিক্ষক-শিক্ষিকা এবং অশিক্ষাকর্মীদেরও মোবাইল নিয়ে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।
- সংসদের তরফে কড়া নির্দেশ দেওয়া হয়েছে, অ্যাডমিট কার্ড বিতরণের সময় স্কুলগুলির তরফে পরীক্ষার্থীদের জানিয়ে দিতে হবে যে তাঁরা যেন মোবাইল ফোন নিয়ে পরীক্ষাকেন্দ্রে না নিয়ে যান। যদি মোবাইল নিয়ে কোনও পরীক্ষার্থী ধরা পড়েন, তাহলে তাঁর পরীক্ষা বাতিল হয়ে যাবে।
- পরীক্ষা শুরুর পর কোনও শিক্ষক-শিক্ষিকা এবং অশিক্ষাকর্মীরা ভেন্যুর বাইরে বেরোতে পারবেন না বলে সংসদের তরফে জানানো হয়েছে।
- রাজ্যের প্রায় ২৩৫ টি পরীক্ষাকেন্দ্রকে 'সংবেদনশীল' বলে চিহ্নিত করেছে সংসদ। প্রতিটি সংবেদনশীল পরীক্ষাকেন্দ্রের বাইরে মেটাল ডিটেক্টরের মাধ্যমে খতিয়ে দেখা হবে যে পরীক্ষার্থীদের কাছে কোনও মোবাইল ফোন বা অন্যান্য কোনও বৈদ্যুতিন ডিভাইস আছে কিনা।