পঞ্চায়েত নির্বাচনের আগে গোপন ডেরা থেকে ভিডিয়ো বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন কামতাপুর লিবারেশন অর্গানাইজেশনের প্রধান জীবন সিংহ। মায়ানমারের গোপন ডেরা থেকে জারি এক ভিডিয়ো বার্তায় মমতা বন্দ্🌸যোপাধ্যায়কে ‘আমাদের মাটি ও জাতির শত্রু’ বলে উল্লেখ করেছেন তিনি।
পঞ্চায়েত নির্বাচনে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় নির্ণায়ক শক্তি রাজবংশীরা। আলাদা রাজ্যের দাবিতে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন স্তিমিত হলেও এ🔯খনো রাজবংশী সমাজের একাংশে প্রাসঙ্গিকতা রয়েছে জীবন সিংহের। দেশছাড়া হলেও সেকথা বিলক্ষণ জানেন জীবন সিংহ। তাই পঞ্চায়েত ভোটের ঠিক সপ্তাহখাানেক আগে ফের ভিডিয়ো বার্তা জারি করেছেন তিনি।
ভিডিয়ো বার্তায় রাজ্যের বিগত কংগ্রেস ও বাম সরকারের সমালোচনা করেছেন তিনি। তারাও কামতাপুুরী জনজাতির ভূগণ্ড ভাগ ও জনগোষ্ঠীর মানুষকে নিপীড়নে যুক্ত বলে মন্তব্য করেছেন। এর পরই মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে তিনি বলেছেন, ‘মমতা দিদি আমাদের আলাদা রাজ্যের বিরুদ্ধে। তৃণমূলে মানুষের ওপর অত্যাচার চালাচ্ছে। আমাদের মানুষকে হত্যা করছে। মিথ্যা মামলা দিয়ে নিরপরাধ মানুষকে জেলে ঢোকাচ্ছে এই সরকার। মমতা দিদি আমাদের জাতি, মাটির শত্রু। কোচ – রাজবংশী উন্নয়নের বিরুদ্ধে। তিনি এখানকার জনগণের দুঃখ বোঝেন না। মমতা দিদি বোঝেন না জন বܫারলা, মালতি লাভা, শংকর ঘোষ, বিষ্ণু প্রসাদ শর্মার মুখের ভাষা। তিনি কোচ – রাজবংশীদের আশায় জল ঢেলে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, রক্ত দেব, তবু বাংলা ভাগ করতে দেব না। উনি চান না আমরা স্বাধীন ♏হয়ে স্বচ্ছলভাবে বাঁচি’।
জীবন সিংহ আরও বলেছেন, ‘কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিককে মারার চেষ্টা করছে কলকাতার সরকার। গ্রেটার🔥 কোচবিহার গড়ার জন্য জীব😼ন দেব এবং কলকাতার সরকারকে উৎখাত করব।’