মঙ্গলবার একলপ্তে ভারতের ৫০ টি শহরে চালু হল Jio True 5G পরিষেবা। যে তালিকায় পশ্চিমবঙ্গেরꩲ দুটি শহরও (আসানসোল এবং দুর্গাপুর) আছে। সার্বিকভাবে দেশে আপাতত মোট ১৮৪ টি শহরে𓃲 Jio True 5G পরিষেবা মিলছে।
জি💦য়োর তরফে জানানো হয়েছে, ওই ৫০ টি শহরের জিয়ো গ্রাহকদের কাছে 'Jio Welcome Offer' আসবে। যে 'Jio Welcome Offer'-র মাধ্যমে ওই গ্রাহকরা নিজেদের ফোনে 5G পরিষেবা চালু করতে পারবেন। সেজন্য বাড়তি কোনও টাকা লাগবে না। তাতেই Jio True 5G পরিষেবার আওতায় আনলিমিটেড ডেটা পাওয়া যাবে। প্রতি সেকেন্ডে এক জিবি পর্যন্ত স্পিড পাবেন গ্রাহকরা।
বিষয়টি নিয়ে জিয়োর মুখপাত্র বলেছেেন, '১৭ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের আরও ৫০ টি শহরে Jio True 5G পরিষেবা শুরু করতে পেরে আমরা উৎফুল্ল। তার ফলে দেশের মোট ১৮৪ শহরꦅে Jio True 5G পরিষেবা পাওয়া যাচ্ছে। যা শুধু ভারতে নয়, বিশ্বের𒅌 মধ্যে সর্ববৃহদাকারে 5G পরিষেবা চালু করার নজির তৈরি হল। দেশজুড়ে 5G পরিষেবা চালু করার প্রক্রিয়ায় আরও গতি বাড়িয়েছি। কারণ আমরা চাই যে ২০২৩ সালে প্রত্যেক জিয়ো গ্রাহক যেন Jio True 5G পরিষেবা ব্যবহার করতে পারেন।'
আরও পড়ুন: Best Annual Prepaid Plan: Jio, Airtel ও Vi-এর সেরা বার্ষিক প্ল্যান এগুলিই, রইল সম্পূর্ণ তাল👍িকা
জিয়োর ওই মুখপাত্র বলেছেন, '২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে Jio True 5G পরিষেবা উপভোগ করতে পারবেন। (দেশের) প্রতিটি অঞ্চলকে ডিজিটাইজ করার যে লক্ষ্য আমাদের, তা পূরণের ক্ষেত্রে ল♒াগাতার সমর্থনের জন্য অন্ধ্রপ্রদেশ, অসম, ছত্তিশগড়, গোয়া, হরিয়ানা, ঝাড়খণ্ড, কর্ণাটক, কেরল, মহারাষ্ট্র, ওড়িশা, পুদুচেরি, পঞ্জাব, রাজস্থান, তামিলনাড়ু, তেলাঙ্গানা, উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ সরকারকে ধন্যবাদ জানাচ্ছি।'
ভারতের কোন কোন শহরে আজ থেকে Jio True 5G পরিষেবা চালু হল?
- আসানসোল, পশ্চিমবঙ্গ।
- দুর্গাপুর, পশ্চিমবঙ্গ।
- Chittoor, Andhra Pradesh
- Kadapa, Andhra Pradesh
- Narasaraopet, Andhra Pradesh