ধর্ষণের অভিযোগ তুলে থানায় অভিযোগ দায়ের করেছিলেন নির্যাতিতা। এরপরই মৃত্যু হয় নির্যাতিতার। অভিযোগ ওঠে, খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছিল নির্যাতিতার দেহ। সেই ঘটনায় গ্রেফতার হল কলকাতা পুলিশেরই এক কর্মী এবং তাঁর স্ত্রী তথা তৃণমূল নেত্রী। ঘটনায় গ্রেফতার করা হয়েছে নির্যাতিতার স্বামীকেও। রিপোর্ট অনুযায়ী, এই ঘটনাটি ঘটে উত্তর ২৪ পরগনার হাবড়ায়। নির্যাতিতা মহিলা সেই পুলিশর্মীর বাড়িতেই ভাড়া থাকতেন বলে জানা গিয়েছে। শ্বশুরবাড়ির লোকেদের অত্যাচারের জেরেই নাকি সেখানে থাকতেন সেই মহিলা। তবে ধর্ষণের পরে শ্বশুরবাড়ি ফিরে গিয়েছিলেন নির্যাতিত। তাঁর মৃতদেহ শ্বশুরবাড়ি থেকেই উদ্ধার করা হয়েছে। (আরও পড়ুন: মণ💦্ডপে মারামারি পু🔴লিশের ২ ভলান্টিয়ারের, ‘বিশেষ ভাষা গোষ্ঠীকে’ দোষ TMCP নেতার)
আরও পড়ুন: নিউইয়র্কগামী এয়ার ইন্ডিয়ার বিমানে বিস্ফোরণের হুমকি, 🃏মুম্বই-হাওড়া মেলেও বোমাতঙ্ক
আরও পড়ুন: র🍒েজিস্ট্রেশন বাতিল ঘিরে বিতর্ক, হাই কোর্টের দ্বারস্থ হয়ে ধাক্কা খেলেন সন্দীপ ঘোষ
অভিযোগ, ধৃত পুলিশকর্মীই নাকি সেই নির্যাতিতাকে ধর্ষণ করেছিল প্রায় দেড়মাস আগে। ৫ সেপ্টেম্বর সেই ধর্ষণের ঘটনা ঘটেছিল। পরে সেই ধর্ষণের বিষয়টি সালিশিতে মিটমাট করে নেওয়ার জন্যে চাপ দেওয়া হয়েছিল নির্যাতিতার ওপরে। তবে সেই চাপর সত্ত্বেও ১২ সেপ্টেম্বর থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন ওই মহিলা। আর এরপর থেকেই নাকি বিভিন্ন সময়ে নানান ভাবে নির্যাতিতাকে হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। এই আবহে গত ১০ অক্টোবর উদ্ধার হয় সেই মহিলার দেহ। (আরও পড়ুন: টানা অনশনে অসুস্থ ডাক্তার তনয়া পাঁজা, তবুও অনশনমঞ্চ ছাড়তে ন𒐪ারাজ তিনি)
আরও পড়ুন: দুর্গা প্রতিমা ভাসানে🐓র সময় সাম্প্রদ🍎ায়িক হিংসা, গুলিতে নিহত এক, সাসপেন্ড ২ পুলিশ
আরও পড়ুন: আরজ🔴ি কর কাণ্ডে বিপাকে সন্দীপ ঘোষ, সামনে চা🌸ঞ্চল্যকর তথ্য, নাম জড়াল আরও অনেকের
নির্যাতিতার ভাই অভিযোগ করেন, তাঁর বোনকে খুন করেছে ধর্ষণে অভিযুক্ত সেই পুলিশর্মী। এবং এই ঘটনায় অভিযুক্ত পুলিশকর্মীকে সাহায্য করেছে তার স্ত্রী। উল্লেখ্য, অভিযুক্তের স্ত্রী নিজে স্থানীয় তৃণমূল নেত্রী এবং পঞ্চায়েত সদস্য। এই আবহে ওই পুলিশ কর্মী, তার স্ত্রী ও নির্যাতিতার স্বামীকে শনিবার গ্রেফতার করে পুলিশ। রবিবার জেলা আদালতে তোলা হলে বিচারক তাদের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। (আরও পড়ুন: 'সবকটি পাঁড় মাতাল একসাথে আমরণ অনশন কর𓆉ছে', ডাক্তারদ🐽ের নিয়ে বিস্ফোরক TMC নেতা)
আরও পড়ুন: কথা কাটཧাকাটি থেকে গালাগালি, এরপর রামকৃষ্ণ মঠের সন্ন্꧟যাসীকে মারধর BJP সাংসদের!
আরও পড়ুন: হাসপাতালে ভরতি জুনিয়র ডাক্তার পুলস্ত্য এখন কেমন আ♏ছেন? জানালেন NRS-এর চিকিৎসক