𒊎 তিব্বতি বৌদ্ধ ধর্মের সর্বোচ্চ গুরু দলাই লামার দাদা গিয়েলো থন্ডুপের শেষকৃত্য সম্পন্ন হল কালিম্পংয়ে। কালিম্পংয়ের তাগস্টার হাউজ়ে মঙ্গলবার তিব্বতি বৌদ্ধ রীতি মেনে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। গত ৮ ফেব্রুয়ারি কালিম্পংয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গিয়েলো থন্ডুপ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর।
💫কয়েক বছর ধরেই বার্ধ্যজনিত অসুস্থতায় ভুগছিলেন গিয়েলো থন্ডুপ। অসুস্থ দাদাকে দেখতে এসেছিলেনে দলাই লামা। অবশেষে শনিবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর প্রয়াণে শোকাহত বৌদ্ধ ও অন্যান্য সম্প্রদায়ের মানুষেরা। মঙ্গলবার শেষকৃত্যে উপস্থিত ছিলেন জিটিএর চিফ এগজিকিউটিভ অনিত থাপা থেকে তাবড় আধিকারিকরা। অনিত থাপা বলেন, ‘গিয়েলো থন্ডুপের মৃত্যুতে পাহাড়বাসী একজন বিশিষ্ট নাগরিককে হারাল। তিব্বতিদের আন্দোলন ও বিশ্বশান্তির জন্য তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।’ এদিনের শেষকৃত্যে উপস্থিত ছিলেনদলাই লামার ছোট বোন জেৎসুন পেমা, স্ত্রী খোচেন রিনপোচে, পুত্র সেকুজয়ো নগাওয়াং, তানপা থন্ডুপ এবং সে কুজয়ো খেদ্রোব থন্ডুপ ।
♛ধর্মপালনের অধিকারের দাবি তোলায় চিনা আগ্রাসনের মুখে দেশছাড়া হতে হয় তিব্বতি বৌদ্ধদের। ভারত সরকার তাঁদের আশ্রয় দেয়। তিব্বতের বাইরে সব থেকে বেশি তিব্বতি বৌদ্ধ থাকেন পশ্চিমবঙ্গে। ভারতে আশ্রয় গ্রহণকারী তিব্বতিরা নিজেদের মাতৃভূমির অধিকারের দাবিতে নির্বাসিত সরকার চালান। সেই সরকারের রাজধানী হিমাচল প্রদেশের ধর্মশালা। গিয়েলো থন্ডুপের প্রয়াণে গভীর শোকাহত হিন্দুস্তান টাইমস পরিবার।