চাকরি দ🎃েওয়ার নামে ভুয়ো সংস্থা খুলে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ কলকাতার এক যুব তৃণমূল নেতার বিরুদ্ধে। কলকাতা পুরসভার ১১০ নম্বর ওয়ার্ডের পাটুলি এলাকার যুব তৃণমূল সভাপতি সঞ্জয় কুমার রানার বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগকারীদের দাবি, বেসরকারি সংস্থায় চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়ে প্রতারণা করেছেন সঞ্জয়।
প্রতারিতদের দাবি, একটি সংস্থা খুলে টাকার বিনিময়ে বেসরকারি সংস্থায় চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি 🌸দেন সঞ্জয়। সেই মতো বহু বেকার 🔯যুবক যুবতী টাকা দিয়ে অপেক্ষা করতে থাকেন। অভিযোগ, মাসের পর মাস কাটলেও চাকরি পাননি কেউ। এর পর পাটুলি থানায় অভিযোগ দায়ের করেন তারা।
তৃণমূল সূত্রে খবর, প্রতারণার অভিযোগ সঞ্জয় কুমার রানার বিরুদ্ধে নতুন নয়। এর আগে সোনারপুরে দলের যুব সভাপতি ছিলেন তিনি। তখনও তাঁর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ওঠে। এর পর পালিয়ে পাটুলিতে চলে আসেন তিনি। সেখানেও তৃণমূলের যুব সভাপতি হয়ে🎶 যান অভিযুক্ত।
প্রতারণায় অভিযুক্তকে দলের পদ দেওয়ায় তৃণমূলকে তীব্র আক্রমণ করেছে বিজেপি। বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক শংকর ঘোষ বলেন, এটা তৃণমূলেই সম্ভব। এদের টাকাতেই তৃণমূলটা চলে। এই সব প্রতারকদের মাথায় তাবড় তৃণমূল নেতাদের হাত রয়েছে। এদের প্রতারণার টাকার বখরা যায় তৃꦡণমূল নেতাদের কাছে। তাই পুলিশ দেখেও কিছু দেখে না। এখন অভিযোগ জমা পড়ায় পুলিশ তৎপর হয়েছে।
অভিয🥃ুক্ত তৃণমূল নেতার কোন🌳ও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই নিয়ে মুখ খুলতে রাজি নন তৃণমূল নেতারাও।