সুপ্রিম কোর্টে বড় স্বস্তি। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্য়ায় ও তাঁর শ্য়ালিকা মেনকা গম্ভীরকে জড়িয়ে একটি👍 জনস্বার্থ মামলা হয়েছিল। রাজ্য পুলিশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে ওই জনস্বার্থ মামলা করেছিলেন শুল্ক দফতরের এক আধিকারিক। তবে সেই জনস্বার্থ মামলা খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। ৬ বছর আগের একটি ঘটনার উপর ভিত্তি করে এই জনস্বার্থ মামলা করা হয়েছিল। বুধবার শুনানি হয়েছিল। তারপর বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি মনমোহনের ডিভিশন বেঞ্চ সেই মামলা খারিজ করে দিয়েছে। অভিষেকের আইনজীবী সঞ্জয় বসুর প্রেস বিজ্ঞপ্তির কথা উল্লেখ করে এমনটাই জানা গিয়েছে আনন্দবাজার ডট কমের প্রতিবেদন অনুসারে।
৬ বছর আগের একটি ঘটনা। সেই ঘটনাকে কেন্দ্র করে সেই সময় নানা চর্চা হয়েছিল। ২০১৯ সালের ১৬ মার্চ। সেই সময় গভীর রাতে ব্যাঙ্কক থেকে কলকাতা বিমানবন্দরে নেমেছিলেন রুজিরা ও মেনকা। শুল্ক দফতরের ওই আধিকারিকদের দাবি সেই সময় শুল্ক দফতরের কর্তারা তাঁদের আটকে ছিল। কিন্তু তাঁদের কাজে বাধা দিয়েছিল রাজ্য পুলিশ। এমনটাই অভিযোগ। তবে সেই মামলায় সুপ্রিম কোর্টের প্রশ্ন শুল্ক দফতরের তরফে কেন মামলা করা হল না? শুল্ক দফতর মামলা না করে কেন একজন ব্যক্তি এই মামলা করলেন? সেই সময় মামলাকারীর অবস্থান কী ছিল সেটা নিয়েও প্রশ্ꦺন তুলেছে সুপ্রিম কোর্ট।
এদিকে বুধবার এই মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, মামলাকারী মামলাটꦇি চালিয়ে যেতে পারেন। তবে তাঁকে ১০ লাখ টাকা আদালতের কাছে জমা রাখতে হবে। সেই সঙ্গেই আদালত জানিয়ে দেয় যদি দেখা যায় যে এই মামলার কোনও সারবত্তা নেই তখন সেই টাকা বাজেয়াপ্ত করা হবে। বিচারপতিদের বেঞ্চের এই 🌊কথা শোনার পরেই মামলাকারীর আইনজীবী তথা কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল সূর্যপ্রকাশ ভি রাজু মামলা তুলে নিতে চান। এরপরই মামলাটি খারিজ করে দেন বিচারপতি। অভিষেকের আইনজীবীর পক্ষে তেমনটাই জানানো হয়েছে। এমনটাই উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।
এদিকে ঘটনার ৬ দিন পরে ২২শে মার্চ থানায় প্রথমবার অভিযোগ দায়ের করেছিল শুল্ক দফতর। এরপর অভিষেকের স্ত্রী ও শ্য়ালিকাকে তলবও করꩲা হয়েছিল। এনিয়ে হাইকোর্টে মামলা হয়েছিল। তার পালটা মামলাও হয়ে🦂ছিল।
তবে এবার সুপ্রিম কোর্টে দায়ের হওয়া জনস্বার্থ মামলা 🔯খারিজ হয়ে গেল।