রোজই প্রায় নিয়ম করে সূচির থেকে দেরিত ছাড়ছে ট্রেন। তাও ১০-১৫ মিনিট বা আধ ঘণ্টা নয়, ১ থেকে ২ ঘণ্টা দেরিতে ট্রেন ছাড়ছে। আর এই অভিযোগেই আজ মাঝ সপ্তাহে সরব হলেন যাত্রীরা। যার জেরে রেল অবরোধ করেছেন তাঁরা। ঘটনাটি ঘটেছে ডায়মন্ড হারবার স্টেশনে। এর জেরে শিয়ালদা দক্ষিণ শাখায় লোকাল ট্রেন চলাচল ব্যাহত হয়েছে ভোর থেকে। রিপোর্ট অনুযায়ী, আজ ভোর ৫টা থেকে ডায়মন্ড হারবার স্টেশনে রেললাইনে বসে পড়ে অবরোধ শুরু করেন নিত্যযাত্রীরা। এই আবহে রেল পরিষেবা ব্যাহত হয়। অবস্থা বেগতিক দেখে ঘটনাস্থলে পৌঁছন রেল আধিকারিকরা। জিআরপি-ও যায় সেখানে। অবরোধকারীদের সঙ্গে কথা বলে তাঁদের শান্ত করার চেষ্টা করা হয়। অবরোধ তুলে নেওয়ার অনুরোধও জানানো হয়। তবে তাতে কাজ দেয়নি। অবরোধকারীরা নিজেদের অবস্থানে অনড়। এই আবহে সকাল থেকে শিয়ালদা দক্ষিণ শাখায় অন্যান্য স্টেশনে থাকা যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। (আরও পড়ুন: ঈশ্বরের নিজের ভূমিতে প্রকৃতির তাণ্ডবলীলা, কেরলের ধসে মꦺৃত বেড়ে ১৪৩)
আরও পড়ুন: বেতন ও ভাতা বৃদ্ধি করা হল বাংলার এই কর্মীদে🔴র, বড✱় ঘোষণা করল রাজ্য সরকার
এর দু'দিন আগেই ডায়মন্ড হারবার লোকালে ধোঁয়া দেখা গিয়েছিল। যার জেরে আতঙ্কিত হয়ে পড়েছিলেন যাত্রীরা। সেই ঘটনাটি ঘটেছিল সুভাষগ্রাম স্টেশনে। দেখা যায়, কামরার নীচে চাকার কাছে আগুনের ফুলকি বেরোচ্ছে। পরে অবশ্য সেই নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। সেই ট্রেনটি ফের গন্তব্যের উদ্দেশে রওনা দিয়েছিল। জানা যায়, গত 🔯২৮ জুলাই আপ ডায়মন্ডজ হারবার লোকল তখন সুভাষগ্রাম স্টেশনে ঢুকছিল। তখন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা যাত্রীরাই ট্রেনের নীচে ফুলকি দেখতে পান। এরপর ধোঁয়া বেরোতে দেখা যায়। এর জেরে যাত্রীরা স্বভাবতই আতঙ্কিত হয়ে পড়েন। ট্রেনে থাকা যাত্রীদের নামিয়ে আনা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান🅷 রেলের আধিকারিক এং কর্মীরা।
পরবর্তীকালে জানা যায়, ব্রেক বাইন্ডিংয়ের জেরে༒ কামরার নীচে আগুনের ফুলকি দেখা গিয়েছিল এবং ধোঁয়া বেরোতে শুরু করেছিল। রেলকর্মীরা অবশ্য পরে সঙ্গে সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনেন। এরপর ট্রেনটি পরীক্ষা করে ফের গন্তব্যের উদ্দেশে রওনা করে দেওয়া হয়। এদিকে এই ঘটনার জেরে বারুইপুর, লক্ষীকান্তপুর, নামখানা কাকদ্বীপগামী লোকাল ট্রেন চলাচল ব্যাহত হয়েছিল সেদিন। পরপর ট্রেন দাঁড়িয়ে যায় এক একট স্টেশনে। অবশ্য সুভাষগ্রামে দাঁড়িয়ে 🦩থাকা ডায়মন্ড হারবার লোকালের চাকা ফের গড়াতেই রেল চলাচল স্বাভাবিক হয়।