ফের মাওবাদী পোস্টারের সুবাদে আতঙ্ক ছড়াল পুরুলিয়ায়। সোমবার বান্দোয়ান শহরের ব্যস্ত এলাকায় কেন্দ্রীয় সরকারের কৃষি আইনের বিরুদ্ধে একাধিক প্রতিবাদী 🍒পোস্টার দেখা গিয়েছে।
বাংলা ও হিন্দিতে লেখা পোস্টারে মাওবাদী সংগঠনের নামে কৃষকদের সমস্যা দূর করতে কেন্দ্রের পাশ করান🌳ো ত🀅িনটি কৃষি আইন অবিলম্বে রদ করার দাবির পাশাপাশি রাজনৈতিক বন্দিদের কারামুক্তির আর্জি এবং পুরুলিয়ার একাধিক অঞ্চল থেকে পুলিশ শিবির সরানোর দাবিও জানানো হয়েছে।
বান্দোয়ানে মাওবাদীদের প্রচারিত পোস্টার নিয়ে তদন্তে নেমেছে পুলিশ💫। এলাকায় নাশকতার ছক সাজানো হচ্ছে কি না, তাই নিয়ে সবিস্তারে অনুসন্ধানের নির্দেশ দিয়েছে প্রশাসন।
প্রসঙ্গত, গত ২৪ নভেম্বর সাদা কাগজের উপরে লাল কালিতে লেখা কয়েকটি মাওবাদী নামাঙ্কিত পোস্টার পাওয়া যায় বীরভূমের খয়রাশোল ব্♛লকে। তবে পোস্টারগুলি মাওবাদীদেরই সাঁটা কি না, ♒তাই নবিয়ে সংশয়ে রয়েছে পুলিশ।