ভাটপাড়ায় তৃণমূল নেতা অশোক সাউ খুনে NIA তদন্তের দাবি করল তার পরিবার। নিহত তৃণমূল নেতার পরিবারের দাবি, পুলিশের ওপর ভরসা নেই তাঁদের। তাই NIA তদন্ত চেয়ে হাইকোর্টে আবেদন করবেন তাঁরা। দেখা করবেন রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে। এমনকী নিরাপত্তার অভাব বোধ করছেন বলেও জানিয়েছেন নিহত তৃণমূল নেতার পরিজনরা।বুধবার ভাটপাড়ায় জগদ্দল থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে খুন হন তৃণমূল নেতা অশোক সাউ। চায়ের দোকানে তাঁকে ঘিরে ধরে গুলি চালায় দুষ্কৃতীরা। সেই ঘটনায় এখনও পর্যন্ত ১ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। নিহতের ভাই বলেন, ‘আজ ২ – ৩ দিন হয়ে গেছে। পুলিশ মাত্র ১ জনকে গ্রেফতার করেছে। আমার কাছে ভিডিয়ো আছে ওরা স্করপিও চড়ে ঘুরে বেড়াচ্ছে। পুলিশ ওদের ধরছে না। কী কারণে ধরছে না সেটা আমি তো জানি। সবাই জানে। পুলিশ তৎপর না হলে হাইকোর্ট যাব। NIA করব।’নিহত তৃণমূল নেতার আরেক ভাই বলেন, ‘এখানকার সাংসদ ভোটের আগে বলেছিলেন গুন্ডারাজ শেষ করে দেব। কিন্তু ওনার সেই ক্ষমতা নেই। আমি রাজ্যপালের কাছে যাব। তাঁকে বলব সুবিচার দিতে। এদের কোনও ক্ষমতা নেই। আমি বুঝে গেছি।’অশোক সাউ খুনে একে অপরকে দুষছে তৃণমূল ও বিজেপি। তৃণমূলের দাবি, অশোক সাউয়ে খুনে অভিযুক্তরা অধুনা বিজেপি নেতা অর্জুন সিংয়ের অনুগামী। পালটা তৃণমূল সাংসদের সঙ্গে মূল অভিযুক্তের ছবি প্রকাশ করেছেন অর্জুন সিং।