বিজেপি নেতাদের কটাক্ষকে পাত্তাই দিলেন না নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। বরং ফুৎকারে উড়িয়ে দিলেন। আর উপেক্ষার ভঙ্গিতে বললেন, ‘কিছুই বলব না। শুধু বলব চুপ করুন।’ কলকাতা থেকে শান্তিনিকেতনে নিজের বাসভবন ‘প্রতীচী’তে ফেরেন অমর্ত্য সেন। তখন বিজেপির আক্রমণ নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করেন। তারই জবাব দেন নোবেলজয়ী। বাংলার নোবেলপ্রা🌳প্ত সন্তান অমর্ত্য সেনের প্রতি বিজেপির আক্রমণকে কড়া ভাষায় নিন্দা করেছে তৃণমূল কংগ্রেস। আর পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে বিজেপির উদ্দেশে অমর্ত্য সেনের ‘চুপ করুন’ মন্তব্য বেশ অস্বস্তিতে বাড়াতে পারে বলে মনে করা হচ্ছে।
সম্প্রতি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা আছে বলার পর থেকে বিজেপি বিধায়ক–সাংসদরা রে রে করে মাঠে নেমে পড়েন। আর নোবেলজয়ী অর্থনীতিবিদকে গালিগালাজ ꦜকরতে থাকেন। এদিকে কেন্দ্রের কাছে বরাবরই বঞ্চনার শিকার বাংলা। বাংলার মণীষীদেরও অনেক ক্ষেত্রে অবজ্ঞার পাত্র করা হচ্ছে বলে অভিযোগ। তার মধ্যেই নানা সময়ে প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় সরকারের অর্থনৈতিক নীতি নিয়ে সমালোচনা করেছেন অমর্ত্য সেন। তা🉐ই তাঁকেও কুরুচিকরভাবে আক্রমণ করতে ছাড়েননি বিজেপি নেতারা।
এদিকে করোনাভাইরাসের সময় মোদী সরকারের কড়া সমালোচনা করেছিলেন তিনি। বলেছিলেন, কেন্দ্র শক্তি অনুযায়ী কাজ করতে পারেনি। সরকার ছিল দ্বিধাগ্রস্ত। কাজ না করে কৃতি🎀ত্ব নেওয়ার চেষ্টা কম বুদ্ধির লক্ষণ। বিশ্বকে বাঁচিয়ে দেবে ভারত বলে একটা প্রচারের চেষ্টা চালানো হয়েছে। ফলে সমস্যায় পড়েছে মানুষ। ২০২২ সালের ১ জুলাই নিজের বাড়িতে এসেছিলেন প্রবীণ অর্থনীতিবিদ। আর ২০২৩ সালের ১৬ জানুয়ারি ব্যক্তিগত সময় কাটাতে শান্তিনিকেতনে নিজের বাসভবন ‘প্রতীচী’তে আসেন তিনি। কিছুদিন কাটানোর পর চিকিৎসা ও অনুষ্ঠানে যোগ দিতে শনি🌺বার অমর্ত্য সেন কলকাতায় ফিরে যান। সোমবার আবারও ফিরে আসেন।