সোমবার বাঁকুড়া থেকে কলকাতা যাওয়ার পথে তৃণমূলের রাজ্য সম্পাদক তথা অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের কনভয় আটকে বিক্ষোভ করে বিজেপি। সেই বিক্ষোভের মধ্যেই সায়ন্তিকার গাড়ি লক্ষ্য করে ইট ছোঁড়ার অভিযোগ উঠছিল বিজেপির বিরুদ্ধে। সেই ঘটন💦ায় ১২ জন বিজেপি নেতা কর্মীকে গ্রেফতার করল বিষ্ণুপুরের জয়পুর থানার পুলিশ। ধৃতদের আজ মঙ্গলবার বিষ্ণুপুর মহকুমা তোলা হয়।
পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর পাওয়া 🍃যাচ্ছে। বিষ্ণুপুরেও বিজেপি প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়া বাধা দেওয়ার অভিযোগ ওঠে। সেই অভিযোগ তুলেই বিষ্ণুপুরের জয়পুর ব্লকের বাঘরোল গ্রামের কাছে বাঁকুড়া -আরামবাগ রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে বসেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। সেই সময় ওই রাস্তা ধরে যাচ্ছিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তখনই তাঁর কনভয় আটকে বিক্ষোভ করেন বিজেপি কর্মী সমর্থকরা। সায়ন্তিকাকে কটুক্তি করার পাশাপাশি চোর স্লোগান দেওয়া হয়। বিক্ষোভের মুখে পড়ে সায়ন্তিকার কনভয় অন্য রাস্তা দিয়ে ঘুরে যাওয়ার চেষ্টা করে। তখনই বিজেপি কর্মী সমর্থকরা তৃণমূলনেত্রীর কনভয় লক্ষ্য করে ইট ছুড়তে থাকেন। ইটের আঘাতে সায়ন্তিকার কনভয়ে থাকা পাইলট কারের পিছনের কাচ ভেঙে যায়। এর পাশাপাশি কনভয়ের গাড়িতে লাঠি, বাঁশ দিয়ে হামলা চালায় বিজেপি কর্মী সমর্থকরা। এই ঘটনায় বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর বিরুদ্ধে অভিযোগ তোলেন সায়ন্তিকা। তাঁর অভিযোগ, সৌমিত্র খাঁর উস্কানিতেই তাঁর কনভয়ে হামলাཧ চালানো হয়েছে। তিনি বলেন, ‘বিজেপি সাংসদের নির্দেশে হামলা করা হয়েছে। আমি কোনওভাবে বেঁচে গিয়েছি। একজন একজন আহত হয়েছেন। ’
ঘটনায় বিক্ষোভের মুখে পড়ে বেশ কিছু ক্ষণ আটকে যায় সায়ন্তিকার🔯 গাড়ি। তবে গাড়ির ভিতরে থাকায় কোনও চোট পাননি তৃণমূল নেত্রী। পুলিশ সায়ন্তিকার গাড়ি বিষ্ণুপুরের দিকে ঘুরিয়ে দেয়। অন্যদিকে, এই অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। সায়ন্তিকার বিরুদ্ধে পালটা গুণ্ডাগিরির অভিযোগ তুলেছেন তিনি। তৃণমূলনেত্রীর কনভয় লক্ষ্য করে ইট ღছোড়া স্থানীয়দের ক্ষোভের বহিঃপ্রকাশ বলেই জানান বিজেপি সাংসদ।