রাজ্যে আবারও নারী নির্যাতনের অভিযোগ।এবার একটি আদিবাসী কলেজের হস্টেলে এক মহিলা কর্মীর শ্লীলতাহানির অভিযোগ উঠল। আর এই অভিযোগ উঠেছে হস্টেলেরই নিরাপত্তার দ♈ায়িত্বে থাকা নৈশরক্ষীর বিরুদ্ধে। এমন অভিযোগ সামনে আসতেই ব্যাপক উত্তেজনা ছড়ায়। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া খাতড়া আদিবাসী কলেজে। জানা যাচ্ছে, নিগৃহীতা মহিলা হস্টেলের একজন কেয়ারটেকার। কলেজের হস্টেলের মধ্যে এমন ঘটনা প্রকাশ্যে আসতেই বেজায় ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয়রা। অভিযুক্তের শাস্তির দাবিতে পথ অবরোধ করে তারা বিক্ষোভ দেখান। ইতিমধ্যেই ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে। তার ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে।
আরও পড়ুন: প্রাতঃভ্রমণের সময় যুবতীকে জোর করে চুম্বন করল🔴 বিএসএফ জওয়ান, অভিযোগ দায়ের
পড়ুনঃ রাতের কলকাতার বিভীষিকা, চলন্ত গাড়িতে যুব🐟তীর শ্লীলতা🌜হানি রুখলেন আর এক মহিলা
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিগৃহীতা মহিলা হলেন আদিবাসী সম্প্রদায়ের। দীর্ঘদিন ধরেই কলেজের হস্টেলে তিনি কেয়ারটেকার হিসেবে কাজ করছেন। অন্যদিকে, অভিযুক্ত নৈশরক্ষীও অনেকদিন ধরেই হস্টেলে কাজ করছেন। অভিযোগ অনুযায়ী, ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে। মহিলার অভিযোগ, তিনি দুপুরে স্নান করে বাইরে বেরিয়ে আসছিলেন। ঠিক সেই সময় হস্টেলের ওই নৈশরক্ষী পুনরায় মহিলাকে বাথরুমে জোর করে⛦ টেনে নিয়ে যায় এবং শ্লীলতাহানি করে বলে অভিযোগ।
এদিনের ঘটনার পরেই নিগৃহীতা মহিলা কেয়ারটেকার খাতড়া থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগ পাওয়া মাত্রই অভিযুক্ত নৈশরক্ষীকে গ্রেফতার করেছে পুলিশ। তবে অভিয𒁃ুক্তকে পুলিশ গ্রেফতার করলেও নারী নির্যাতনের ঘটনায় নিরাপত্তা নিয়ে ক্ষোভ উগরে দেন স্থানীয়রা। জানা যাচ্ছে, বাঁকুড়া রানিবাঁধ রাজ্য সড়কের উপর রাজাপাড়া মোড়ের কাছে দীর্ঘক্ষণ পথ অবরোধ করেন স্থানীয় আদিবাসীরা। তাদের দাবি, অভিযুক্তকে অবিলম্বে শাস্তি দিতে হবে। শাস্তি না দেওয়া পর্যন্ত তারা পথ অবরোধ চালিয়ে যাবেন।
পড়ুনঃ শ্লীলত💞াহানিতে অভিযুক্ত জওয়ানের বিরুদ্ধে নালিশ নির্বাচন কমিশনে, গর্জেꦿ উঠলেন শশী
এদিন সকাল থেকেই আদিবাসীরা পথ অবরোধ কꦑরেন বলে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্🏅র করে ওই রাস্তায় বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। এর ফলে দুর্ভোগে পড়েন যাত্রীরা। পরে খবর পেয়ে সেখানে পুলিশ পৌঁছয়। পুলিশের তরফে অভিযুক্তের শাস্তির আশ্বাস দেওয়া হয় বিক্ষোভকারীদের।