শাসকꦐদলের নেতা - মন্ত্রীদের সঙ্গে ঘন ঘন মঞ্চে দেখা যেত তাঁকে। আবার আরজি কর কাণ্ডের প্রতিবাদে মিছিলেও পা মিলিয়েছিলেন। এহেন হৃদরোগ বিশেষজ্ঞকে নাবালিকাকে যৌ൲ন হেনস্থা ও ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেফতার করল পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে আসানসোল শহরে শোরগোল পড়ে গিয়েছে। অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে পকসো আইনের একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ।
আরও পড়ুন - ছবি বিক্রি অতী🍨ত, ‘আঁচল পেতে টাকা নেব’, দুর্নীতির বিরুদ্ধে CPMএর পথে মমতা?
পড়তে থাকুন - ‘বার ডান্সারকে ফ্লাইং কিস TMCর ম🉐ুখ্য সচেতক নির্মল ꦑঘোষের'
জানা গিয়েছে, গত ১৫ নভেম্বর আসানসোল শহরের প্রথিতযশা ওই হৃদরোগ বিশেষজ্ঞের কাছে ঠাকুমাকে নিয়ে ডাক্তার দেখাতে গিয়েছিল নাবালিকা। অভিযোগ, তখন ঠাকুমাকে বাইরে বসিয়ে রেখে চেম্বারের মধ্যে নাবালিকাকে ধর্ষণের চেষ্টা করেন ওই চিকিৎসক। বিষয়টি বাড়ꩵিতে গিয়ে জানায় নাবালিকা। এর পর পুল❀িশে অভিযোগ দায়ের করে পরিবার। সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত চিকিৎসকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার তাঁকে পকসো আদালতে পেশ করে ৫ দিনের হেফাজতে চেয়েছিল পুলিশ। ১ দিনের হেফাজত মঞ্জুর করেছে আদালত।
ওদিকে খ্যতনামা ওই চিকিৎসক গ্রেফতার হওয়ায় বিপাকে পড়েছেন তাঁর রোগীরা। আসানসোল শহরের একাধিক বেসরকারি হাসপাতালের সঙ্গে যুক্ত ওই চিকিৎসক। বেশ কয়েকটি চেম্বার রয়েছে তাঁর। 🍌বহু রোগীর কয়েকদিনের মধ্যে অস্ত্রোপচার হওয়ার কথা ছিল। তাদের মধ্যে অনেকগুলি অগ্রাধিকারের ভিত্তিতে অস্ত্রোপচার। ডাক্তারবাবু গ্রেফতার হয়ে যাওয়ায় তাঁদের প্রাণের আশঙ্কা তৈরি হয়েছে।
আরও পড়ুন - বিনীত গোয়েলের বিরুদ্ধে পদক্ষেপ করার দায় ঝেড়ে ফেলল অমিত শাহ൲ের দফতর
অভিযুত্ত ওই চিকিৎসককে বিভিন্ন সময় স্থানীয় সাংসদ শত্রুঘ্ন সিনহা ও মন্ত্রী 🧸মলয় ঘটকের সঙ্গে মঞ্চেও দেখা গিয়েছে। আরজি কর কাণ্ডের প্রতিবাদে পথেও হেঁটেছিলেন তিনি। এহেন চিকিৎসকের বিরুদ্ধে নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ ওঠায় শোরগোল পড়ে গিয়েছে শহরে।