এনডিএ সরকারে মন্ত্রিত্ব না পেলে ফের তিনি তৃণমূলে ফিরে যেতে পারেন। রবিবার এমনই ইঙ্গিত দিয়েছিলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমꦚিত্র খাঁ। এর আগে র🔜াজ্য নেতৃত্বের সমালোচনায় সরব হয়েছিলেন তিনি। সৌমিত্র খাঁর অভিযোগ ছিল, তাঁর কর্মদক্ষতা থাকলেও তাঁকে উপেক্ষা করা হয়েছে।
তবে প্রধানমন্ত্রীর শপ൩থ গ্রহণ অনুষ্ঠানে তাঁকে দেখা গেল অন্য মুডে। ফেসবুকে সেই শপথ অনুষ্ঠানের ছবি শেয়ার করে লিখেছেন, ‘ মোদী ৩.০-এর ঐতিহাসিক মুহূর্তের অপেক্ষায়। এটা মূলত সমস্ত বিজেপি কর্মীর জন্য আনন্দের এবং অত্যন্ত গর্বের মুহূর্ত, যাঁরা এই স্বপ্নকে বাস্তবায়িত করেছেন।’
টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে, তিনি বলেছেন, ‘আমি যদি মন্ত্রিত্বের পদ না পাই তাহলে আমি দল ত্যাগ ক൩রতে পারি। যদি দল আমার প্রতি ন্যায়বিচার না করে, তাহলে থাকার কী মানে? আমি যেভাবে চাই সেভাবে সিদ্ধান্ত নিতে পারি।’ দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ যাওয়া সৌমিত্র খাঁ ইঙ্গিত দিয়েছেন, যে তাঁর কাছে বেশ কয়েকটি বিকল্প রয়েছে, যার মধ্যে একটি ‘তৃণমূলে ফিরে যাওয়া’।
আরও পড়ুন। ভরতপুরে লিড কম, স্বরূপে হুমায়ূন, দো♉ষারোপ জেলা ও ব্লক সভাপতিদের
এই বক্তব্য রাখার আগেই তিনি ফেসবুকে পোস্ট করেছিলেন, ‘যাঁরা মিথ্যে প্রেক্ষাপট তৈরি করে বাংলার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন তাঁদের উদ্দেশ্যে জানাতে চাই, আমি ছিলাম পার্লামেন্টের প্রথম নির্বাচিত সদস্য যে ২০১৯ সালের ৯ জানুয়ারি তৎকালীন দলের সমস্ত সাংগঠনিক অবস্থান ছেড়🐻ে বিজেপিতে যোগদান করেছিলাম। তারপর থেকে আমি দলের জন্য এক নিষ্ঠাবান কর্মী এবং শ্রী নরেন্দ্র মোদীজির নির্দেশ ও নেতৃত্বে কাজ করেছি। আমার যোগদানের পর থেকে কিছু জন আমাকে বদনাম করার চেষ্টা করেছেন। কিন্তু, যাঁরা পর্দার আড়ালে থেকে এই খেলাটি খেলছেন তাঁদের জন্য আমি বলতে চাই যে, সৌমিত্র খাঁ কখনই বিক্রি হবে না এবং রক্তের শেষ বিন্দু পর্যন্ত বাংলার মানুষের জন্য লড়াই করে যাবে। আমি বিজেপির সাথে রয়েছি এবং শ্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে মানুষের সেবা করতে থাকব। যাতে আমরা বিকশিত ভারতের স্বপ্ন পূরণ করতে পারি।’