বহরমপুরে শুটআউট! গুলি চালানোর পাশাপাশি ভাঙচুর করা হল ঘরবাড়ি। এই অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বহরমপুর পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের শহিদাবাদ অঞ্চলের মুক্তি হালদারের বাড়িতে। গতকাল রাত্রি বেলায় ১০টা নাগাদ চারজন দুষ্কৃতী বহরমপুর পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের মুক্ꦜতি বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ। ঘটনায় তিনি থানায় অভিযোগ জানিয়েছেন।
তাঁদের অভিযোগ, দুষ্কৃতীরা বাড়ি��তে পৌঁছনোর পরেই অকথ্য ꩲভাষায় গালিগালাজ করে। অভিযোগ, মুক্তি হালদারকে না পাওয়ায় তাঁর পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেয় দুষ্কৃতীরা। এরপরেই তাঁরা শূন্যে এক রাউন্ড গুলিও করে। গুলির খোল বাড়িতে পড়ে রয়েছে। দুষ্কৃতীদের মধ্যে একজনকে চিহ্নিত করে তার নামে বহরমপুর থানায় লিখিত অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা। তারা তৃণমূল আশ্রিত দুষ্কৃতী বলেই দাবি করেছেন পরিবারের সদস্যরা। ঘটনার পরে পুলিশের কোনও সাহায্য পাননি বলেই অভিযোগ জানান পরিবারের সদস্যরা। তবে কি শাসক দলের সঙ্গে যুক্ত হওয়ার কারণেই কি পুলিশ কোনও ব্যবসꦕ্থা নেয়নি? পরিবারের প্রশ্ন।
পরিবারের সদস্যদের অভিযোগ♛, আচমকা গতকাল রাতে ৪ জন দুষ্কৃতী বাড়িতে চলে আসে। এরপর তারা বাড়িতে এসে ভাঙচুরের পাশাপাশি গুলি চালায় এবং প্রাণে মেরে ফেলার হুমকি দেন। ঘটনার পর থেকেই আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন তাঁরা। কেন বা কী কারণে এই ঘটনা ঘটল? তা কিছুতেই কিছু বুঝে উঠতে পারছেন না পরিবারের সদস্যরা।