রেলশহরে বন্দুক ঠেকিয়ে লুঠপাটের ঘটনা ঘটল। এক দোকানদারের মাথায় বন্দুক ঠেকিয়ে এক লক্ষ টাকা লুঠ করল দুষ্কৃতীরা। সেই টাকা হাতিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। মুহূর্তের মধ্যে এমন ঘটনা ঘটায় হকচকিয়ে যান দোকানদার। পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরে এখন এটাই চর্চিত 💎বিষয় হয়ে উঠেছে। এখানের 💟সাংসদ বিজেপির দিলীপ ঘোষ। সেখানে একেবারে শহরের উপকন্ঠে গোলবাজারে রাত ১০টা নাগাদ একটি পাইকারি দোকানে লুঠপাটের ঘটনাটি ঘটেছে।
ঠিক কী তথ্য পেয়েছে পুলিশ? পুলিশ সূত্রে খবর, রাত ১০টা নাগাদ ৬ জন দুষ্কৃতী দুটি গাড়ি করে এসে দোকানে ঢোকে। আর দোকানের মালিক ও তাঁর ভাইয়ের মাথায় বন্দুক ঠেকিয়ে ক্যাশবাক্সের চাবি চায়। সেটা হাতে পেয়েই মারধর করে তাঁদের আটকে দেওয়া হয়। আর লক্ষাধিক টাকা–সহ দুজনের হাতে থাকে সোনা আংটি লুঠ করে। আক্রান্ত দোকান মালিক নবীন আগরওয়ালই পুলিশে খবর দেন। খড়গপুরের এসডিপিও এবং খড়গপুর টাউন থানার আইস🌠ি দোকানে থাকা সিসিটিভি খতিয়ে দেখেন। দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। ঘটনাস্থলে পৌঁছন খড়গপুর পুরসভার পুরপ্রধান।
আর কী জানা যাচ্ছে? গত জুন মাসেই খড়গপুর থেকে অস্ত্র–স𝄹হ ১০ জন ডাকাতকে গ্রেফতার করা হযেছিল। এখন বেশকিছু দুষ্কৃতী ডাকাতির করার জন্য অস্ত্র জোগাড় করেছꦡে। আর একের পর এক এমন ঘটনা ঘটছে রেলশহরে। কয়েকদিন আগে শেখ ফিরোজ ও শেখ সাহেব–সহ ১০ জন ডাকাতের দলকে গ্রেফতার করে টাউন থানার পুলিশ। এবার গোলবাজারে এমন ঘটনায় পুলিশের কপালে ভাঁজ পড়েছে। এই দুষ্ক♒ৃতী দল ধরা পড়া সদস্যদের গ্যাং কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।