দলের নেতাকর্মীদের একাংশ গোপনে শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ রাখছেন। এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন তৃণমূল বিধায়ক। রবিবার ২১ জুলাইয়ের সমাবেশের সমর্থনে মিছিলের পর এই দাবি করেন বাঁকুড়ার গঙ্গাজলঘাঁটꦯির🌳 তৃণমূল বিধায়ক তথা বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি অলোক মুখোপাধ্যায়। এদিনের মিছিলে বহু তৃণমূল নেতা-কর্মীকে দেখা যায়নি বলে অভিযোগ।
২০১৯ সালের লোকসভা নির্বাচনের প🐈র থেকেই বাঁকুড়ায় তৃণমূলের অন্তর্কলহ প্রকাশ্যে এসে পড়ে। বিধানসভা নির্বাচনে সেই ক্ষত কিছুটা সা✨রলেও কলহ থামার নাম নেই। এবার প্রকাশ্যেই দলের স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে শুভেন্দু অধিকারীর সঙ্গে গোপনে যোগাযোগ রাখার অভিযোগ তুললেন বাঁকুড়ার গঙ্গাজলঘাঁটির বিধায়ক।
এদিন অলোকবাবু বলেন, ‘💧দলে দু’একজন গদ্দার আছে। এরা বিরোধী দলনেতার সঙ্গে যোগাযোগ রেখে 💝চলে। আমার কাছে খবর আছে।’
অলোকবাবুর মন্তব্যকে কটাক্ষ করে বিজেপির স্থানীয় মণ্ডল সভাপতি বলেন, ‘চোরেদের দল আর চোরেদের দলকে মানুষ আর সমর্থন করে না। এদিনের সমাবেশে ২,𓆉০০০ লোকও হয়নি। তাই দেখে ক্ষোভে অরূপবাবু নিজের দলের নেতা-কর্মীদেরই গাল পাড়ছেন।’