রাজ্যের বিভিন্ন সরকারি দফতরে চাকরির সুযোগ বাড়ল। এই সংক্রান্ত একটি প্রস্তাব বৃহস্পতিবারই অনুমোদিত হয়েছে রাজ্য মন্ত্রিসভায়। এর ফলে বিভিন্ন সরকারি দফতরে ৪৮৬টি নতুন পদ তৈরি হল। নতুন এই শূন্যপদে নতুন করে কর্মী নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে। পঞ্চায়েত দফতরে ৪৩৭টি শূন্পদ তৈরি হয়েছে। নারী ও শিশু কল্যান দফতরে তিনটি শূন্যপদ তৈরি করা হয়েছে। স্বাস্থ্য দফতরে ৫ জন নতুন কর্মী নিযোগ করা হবে। তাছাড়া স্বরাষ্ট্র দফতরে ৪০টি শূন্যপদ তৈরি হয়েছে। অর্থ দফতরে ১ জনকে নতুন পদে নিয়োগ করা হবে।এদিকে এদিন মন্ত্রিসভার বৈঠকে সাইকেল কারখানার তৈরি নিয়েও আলোচনা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই রাজ্যে সাইকেল কারখানা গড়ার উদ্যোগের কথা জানিয়েছিলেন। সেই প্রস্তাবও বৃবস্পতিবারের বৈঠকে অনুমোদিত হয়। এর ফলে কারখানা তৈরির জন্য দরপত্র গ্রহণের কাজ শুরু হবে। সাইকেল কারখানা তৈরি হলে সেখানেও কর্মসংস্থান হবে। জানা গিয়েছে, কারখানা গড়তে আগ্রহ দেখিয়েছে একাধিক সংস্থা। সেই কথা মাথায় রেখেই কারখানা তৈরির পরিকল্পনা করেছে রাজ্য সরকার। উল্লেখ্য, রাজ্যে সবুজ সাথীর মতো প্রকল্পের জন্য ভিনরাজ্য থেকে সাইকেল কিনে আনতে হয় সরকারকে। এর জেরে রাজ্যের কোষাগারে বেশ চাপ পড়ে। তবে সাইকেল যদি রাজ্যেই তৈরি হয়, সেক্ষেত্রে কোষাগারে চাপ কিছুটা কমবে বলে আশা করা যাচ্ছে।