স্কুলের ল্যাবরেটরিতে ভয়াবহ বিস্ফোরণ ঘটল। ঘটনার জেরে শিক্ষক ছাত্রীসহ প্রায় ১০ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার টাকি পুরসভার টাকি ষষ্ঠীচরণ নীলমাধব বালিকা বিদ্যালয়ে। যদিও এই বিস্ফোরণ বোমা ফেটে নয়, স্কুলের ল্যাবরেটরিতে অ্যামোনিয়া গ্যাসের জার𒆙ে এই বিস্ফোরণ ঘটেছে বলে জানা গিয়েছে। আহতদের টাকি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, কোনওভাবে অ্যামোনিয়া গ্যাসের জারে রাসায়নিক বিক্রিয়ার ফলে এই বিস্ফোরণ ঘটেছে। এই ঘটনাকে কেন্দ্র করে স্কুলে ব্যাপক আতঙ্ক ছড়ায়।
আরও পড়ুন: তীব্র বোমা বিস্ফোরণে ক🍌েঁপে উঠল বীরভূমের গ্রামের বাড়ি, আতঙ্কে বেরচ্ছেন না মানুষজন
স্কুল সূত্রে জানা গিয়েছে, অন্যান্য দিনের মতোই এদিন স্কুলে ক্লাস চলছিল। আজ দুপুꦉর ১ টা নাগাদ দ্বাদশ শ্রেণির ছাত্রীদের ল্যাবরেটরিতে ক্লাস হচ্ছিল। সেই সময় অ্যামোনিয়া গ্যাসের জার ফেটে বিস্ফোরণ ঘটে। প্রত্যক্ষদর্শী ছাত্রীরা জানান, কেমিস্ট্রির প্র্যাকটিক্যাল ক্লাস চলছিল। অ্যামোনিয়া জার সিল করা ছিল। সেটি খোলার জন্য স্কুলে কোনও ওপেনার ছিল না। তাই কেমিস্ট্রির শিক্ষক অর্ণব গুহ কোনও কিছুর সাহায্যে সেই জার খোলার চেষ্টা করেন। সেটি খুলতেই বিস্ফোরণ ঘটে। স্কুল সূত্রে জানা গিয়েছে, ওই শিক্ষক যেহেতু অ্যামোনিয়া জারের বেশি কাছে ছিলেন তাই তিনি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাঁর চোখ ও মুখের ক্ষতি হয়েছে। এছাড়াও, একজন ছাত্রীর চোখে আঘাত লেগেছে। ছাত্রীদের কথায়, বিস্ফোরণের পরে গোটা ল্যাবরেটরি অ্যামোনিয়ার ঝাঁঝালো গন্ধে ভরে যায়। যার ফলে সেখানে অবস্থিত বেশ কয়েকজনের শ্বাসকষ্ট হচ্ছিল। কোনওভাবে সেখান থেকে বেরিয়ে আসলে তারা রক্ষা পায়।