রিলস বানানোর নেশায় নদীতে ভেসে গেল ২ তরুণী। শনিবার ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের অন্𒀰ডালে। 💟তাদের মধ্যে ১ জনকে উদ্ধার করা গেলেও অন্যজন নিখোঁজ। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে প্রশাসন ও স্থানীয় বাসিন্দারা।
আরও পড়ুন - ইসলাম ছাড়া অন্য ধর্মে জন্মানো দুর্ভাগ্যেরꦚ, ফিরহাদের মন্তব্যের বিরোধিতা করলেন না ম💝মতা
পড়তে থাকুন - নিজের বুথে পেয়েছেন ৪১টা ভ♓োট, ও আবার নেতা না কি? হিন্দু ব্লক সভাপতিকে ছাড়াই সভা করলেন হুমায়ুঁ কব﷽ির
জানা গিয়েছে, শনিবার সকাল ১০টা নাগাদ রিলস বানাতে অন্ডালের ১২ নম্বর রেল কলোনির বাড়ি থেকে বেরোন তিন বোন জ্যোতি প্রসাদ (২৫), বিউটি পাসওয়ান (২০) ও প্রিয়াঙ্কা পাসওয়ান (১৮)। এদের মধ্যে বিউটি ও প্রিয়াঙ্কা বেড়াতে এসেছিলেন। রিলস বানাতে অন্ডালের মদনপুর পঞ্চায়েতের দামোদরের বাসকা ফিল্টার হাউস ঘাটে যান তাঁরা൩। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তিন বোন দামোদরের ঘাটে বিপজ্জনকভাবে রিলস বানাচ্ছিলেন। তখনই জলে পড়ে যান প্রিয়াঙ্কা পাসওয়ান। তাঁকে বাঁচাতে জলে ঝাঁপ দেন জ্যোতি ও বিউটি। প্রিয়াঙ্কা জল থেকে উঠে আসতে পারলেও জ্যোতি ও বিউটি দামোদরের স্রোতে ভেসে যান। স্থানীয়রা সঙ্গে সঙ্গে তাঁদের উদ্ধার করতে জলে ঝাঁপান কিছুক্ষণের মধ্যে বিউটিকে অসাড় অবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা। তাঁকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। কিন্তু জ্যোতির কোনও খোঁজ পাওয়া যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় অন্ডাল থানার পুলিশ। পৌঁছয় উদ্ধারকারী দল।
বিপজ্জনকভাবে সেলফি তুলতে গিয়ে বা রিলস বানাতে গিয়ে মৃত্যু নতুন কিছু নয়। বিশেষ করে কম বয়সী ছেলে - মেয়েদের মধ্যে এই প্রবণতা ভয়ানক আকার ধারণ করেছে বলে মনে করছেন মনোব𓄧িদরা। তাদের মতে, সহজে জনপ্রিয়তা পাওয়ার নেশায় জীবনকে তুচ্ছ মনে ক𝔉রছেন অনেকে। যার ফল ভুগতে হচ্ছে পরিবারগুলিকে।
আরও পড়ুন - মুসলিমরা শুধু বোমা বাঁধবে? আর নিজের বুথে হেরে দল চাল🍨াবেন হিন্দু নেতারা? দলীয় বৈঠকে প্রশ্ন TMC নেত🗹ার
জ্যোতির পরিবারের তরফে জানা🐈নো হয়েছে, রিলস বানাতে যাওয়ার সময় বার বার ওকে সতর্ক করেছিলেন পরিবারের বরিষ্ঠরা। কিন্তু তাতেও শেষ রক্ষা হল না।