মিড ডে মিল নিয়ে ‘দুর্নীতি’র অভিযোগে সিবিআই তদন্তকে ‘স্বাগত’ জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এই ইস্যুতে লোকসভায় তৃণমূল সরকারকে কার্যত তুলোধনা করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি বলেন, 'পিএম পোষণ যোজনা’, মিড ডে মিলে সরকারি কোষাগার থেকে চার হাজার কোটি টাকা তছরুপ করা হয়েছে। এই দুর্নীতির নিয়ে তদন্ত করার জন্য সিবিআই নির্দেশ দেওয়া হয়েছে বলে জ🥂ানান তিনি। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, এর ফলে সত্য প্রাকশ্যে আসবে।
এই সিদ্ধান্তকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে আখ্যা দিয়ে মঙ্গলবার ব্রাত্য বসু বলেন, ‘কেন্দ্রীয় সরকারের টিম একাধিকবার রাজ্যে এসেছিল এবং সেই দলের সদস্যরা 💙সমস্ত রাজ্য ঘুরে দেখেছিলেন। তার পর তাঁরা রাজ্যকে দরাজ সার্টিফিকেট দেন। রাজনৈতিকভাবে বিজেপির মনে হলে তদন্ত করুন। যে কোনও তদন্তকে সমর্থন জানাব।’
এর আগে শুভেন্দু অধিকারীরা মিডে মিলে দুর্নীতি সরব হন। তিনি দাবি তোলেন এই প𒉰্রকল্পে ব🐻্যাপক দুর্নীতি হয়েছে। তিনি বিষয়টি কেন্দ্রের নজরে আনেন।
(পড়তে পারেন। ‘আমার কিছু ব্যক্তিগত জিনিস ইডি ফেরত দিচ্ছে না’ౠ, আদালতে নালিশ করলেন মানিক)
(পড়তে পারেন। কলকাতা দে📖শের সবথেকে নিরাপদ শহর, কমছে অপরাধ, 💫NCRB রিপোর্ট দেখে উল্লসিত TMC)
এছাড়া কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকারও এই নিয়ে অভিযোগ তোলেন। সোমবার সংসদ𝄹ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর গলায় এই অভিযোগ প্রসঙ্গে একই সুর শোনা যায়।
মন্ত্রী বলেন, ‘পশ্চিমবঙ্গ সরকারে নিজেদের ভারতের আইনের ঊর্ধেব মনে করে।’ তিনি আরও বলেন, ‘ওঁদের (তৃণমূলের) মন্ত্রীরা জেলে আ✱ছেন। ওঁদের ভয় লাগছে এ বার শীর্ষস্তরের নেতারা জেলে যাবেন। তাই সভায় গন্ডগোল করে অধিবেশনের সময় নষ্ট করছেন।’
তবে রাজ্যর শিক্ষামন্ত্রী সিবিআই তদন্তের এই সিদ্🥂ধান্তকে স্বাগত জানিয়েছেন।